বিজনেস আওয়ার প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পাঁচ কার্যদিবসে ব্লক মার্কেটে মোট ১৪৯ কোটি ৭৯ লাখ টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে ব্লক মার্কেটে তিন কোম্পানির শেয়ার বড় লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো- লাভেলো আইসক্রীম, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও মিডল্যান্ড ব্যাংক। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইসক্রীমের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৩০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৮৭ টাকা ৯০ পয়সা।
এর পরের অবস্থানে রয়েছে প্রগতি লাইফ। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ৬৯ লাখ টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৯৪ টাকা ৯০ পয়সা।
তৃতীয় অবস্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৬৪ লাখ টাকার। বিদায়ী সপ্তাহে ব্যাংকটির সর্বশেষ দর ছিল ২৮ টাকা ৬০ পয়সা।
বিজনেস আওয়ার/ ০৮ সেপ্টেম্বর / এ এইচ