বিনোদন ডেস্ক: বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার নির্মাতা দীপংকর দীপন। আজ (৮ সেপ্টেম্বর) রোববার সন্ধ্যায় ফেসবুকে পোস্ট দিয়ে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের খবর জানিয়েছেন তিনি। পাশাপাশি এ নিয়ে কোনো প্রশ্ন না তোলার অনুরোধও জানিয়েছেন এই চলচ্চিত্রকার।
জানা যায়, দীর্ঘদিন ধরেই আলাদা থাকতেন দীপন ও তার স্ত্রী সংযুক্তা মিশু। গত বছর সামাজিক মাধ্যমে এক অভিনেত্রীর একটি পোস্ট ঘিরে তাদের দূরত্বের বিষয়টি জানাজানি হয়। আজ সন্ধ্যায় ফেসবুকে দীপন লিখেছেন, ‘আমরা (দীপংকর দীপন ও সংযুক্তা মিশু) সবাইকে অবগত করতে চাই, পারষ্পরিক সমঝোতা ও একে অপরের প্রতি সম্মান রেখে পরিবারের অনুমতিতে আমাদের বিবাহবিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পরবর্তী জীবনে আমরা একে অপরের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করি। বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের আগ্রহ ও ভালোবাসার প্রতি সম্মান রেখে বিনীত অনুরোধ করছি, এই বিষয়ে আমাদের কোন প্রশ্ন বা প্রসঙ্গ উত্থাপন না করার জন্য।’
ঘটনা জানাজানির সূত্রপাত সেলিব্রিটি ক্রিকেট লিগ থেকে। এর ঘোষণাপর্বে অংশ নিয়েছিলেন দীপংকর দীপন। সেখানে উপস্থিত ছিলেন বিনোদন অঙ্গনের অনেকে। ছেলে রাজ্যকে নিয়ে হাজির হয়েছিলেন নায়িকা পরীমণিও। নায়িকার ছেলেকে কোলে নিয়ে ছবি তুলেছিলেন দীপন। এ সময় তার পাশে এসে দাঁড়ান নায়িকা জাহারা মিতু। হাসিমুখে তিনজন ছবিও তোলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জাহারা মিতু লেখেন, ‘আমাদের একটা “পরীর বাচ্চা” আছে।’
বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেননি নির্মাতা দীপন। কিন্তু পরক্ষণেই টের পান, নেটিজেনদের অনেকে তার ও মিতুর মধ্যে ‘বিশেষ সম্পর্ক’ আছে কি না এ নিয়ে প্রশ্ন তুলছেন। মিতুর পোস্টের স্ক্রিনশট নিয়ে তখন দীর্ঘ পোস্ট দেন দীপন। সেখানে এও লেখেন, ‘… আর পারিবারিক অশান্তির কথা নাই বা বললাম, সেটা সবাই বুঝবে।’
এ ঘটনার পর দীপনের সদ্যসাবেক স্ত্রী সংযুক্তা ফেসবুকে পোস্ট দিয়ে লেখেন, ‘নির্মাতা দীপংকর দীপন কার সঙ্গে মেশে, কী খায়, কী পরে, কোন দেশে যায়, আর কী কী করে বেড়ায়, আমি সেসব জানি না। আর কেন জানি না, এটা আমাদের, মানে আমার আর দীপনের একান্তই ব্যক্তিগত ব্যাপার। নিজেদের দোষ ঢাকতে আমাকে বলির পাঁঠা বানাবেন না।’
তখনই জানা যায়, তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। একসঙ্গে থাকছেন না দীপন ও সংযুক্তা। অবশেষে তারা আনুষ্ঠানিক বিচ্ছেদের খবর জানালেন। গত ১০ মে ২০১৪ সংযুক্তা ও দীপনের বিয়ে হয়।
২০১৭ সালে দীপংকর দীপন নির্মিত ‘ঢাকা অ্যাটাক’ চার বিভাগে (সেরা চলচ্চিত্র, সেরা অভিনেতা, সেরা শব্দশৈলী ও সেরা মেক-আপ) জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। তার বানানো অন্য ছবিগুলোর মধ্যে রয়েছে ‘নবাব এলএলবি’, ‘অপারেশন সুন্দরবন’, ‘অন্তর্জাল’। এ ছাড়া তিনি অনেক নাটক, টেলিছবি ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানিয়েছেন।
বিজনেস আওয়ার/ ০৮ সেপ্টেম্বর / রানা