ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ সিরিজে ভারতের দল ঘোষণা

  • পোস্ট হয়েছে : ১১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
  • 76

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। দীর্ঘদিন পর ভারতের টেস্ট স্কোয়াডে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্ত। সেই সঙ্গে দুলীপ ট্রফিতে ৯ উইকেট নিয়ে দলে জায়গা পেয়েছেন আকাশ দীপ।

এ ছাড়া প্রথমবারের মতো ভারতের টেস্ট দলে ডাক পেয়েছেন পেসার ইয়াশ দয়াল। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের চিপকে বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। আর সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে। দুলীপ ট্রফিতে প্রথম রাউন্ডে একটি ফিফটিসহ ৬৩ রান করেও টেস্ট দলে জায়গা হয়নি শ্রেয়াস আইয়ারের। এদিকে দলে ফিরেছেন আরেক উইকেটরক্ষক ব্যাটার লোকেশ রাহুল। চলতি বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজের প্রথমটি খেলার পর চোটে পড়েছিলেন তিনি।

দুলীপ ট্রফিতে ৩৭ ও ৫৭ রানের দুটি ইনিংস খেলে নির্বাচকদের নজর কেড়েছেন তিনি। ইংল্যান্ড সিরিজ দিয়ে অভিষেক হওয়া সারফারাজ খান, ধ্রুভ জুরেল ও আকাশ দীপ নিজেদের জায়গা ধরে রেখেছেন। বাদ পড়েছেন রজত পাতিদার, শ্রিকার ভারত, দেবদূত পাডিক্কাল ও মুকেশ কুমার।

২০২৩ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার রিঙু সিংয়ের কাছে পাঁচ বলে পাঁচ ছক্কা হজম করে আলোচনায় এসেছিলেন দয়াল। ২০২৪ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্লে অফে তুলতে বড় ভূমিকা রেখে আবারও আলোচনায় আসেন তিনি। এবার প্রথম শ্রেনির ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো করার প্রতিদান পেলেন দয়াল।

এদিকে ভয়াবহ গাড়ি দূর্ঘটনার পর আইপিএল দিয়ে আবারও ক্রিকেটে ফেরেন পান্ত। এরপর খেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপও। সাদা পোশাকেও তার ফেরাটা ছিল শুধু সময়ের ব্যাপার। এই উইকেটকিপার-ব্যাটসম্যান সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২২ সালের ডিসেম্বরে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে। সেই বাংলাদেশের বিপক্ষেই আবার তার প্রত্যাবর্তন হচ্ছে।

ভারত স্কোয়াড- রোহিত শর্মা (অধিনায়ক), ইয়াসভি জায়সাওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, জসপ্রিত বুমরাহ ও ইয়াশ দয়াল।

বিজনেস আওয়ার/ সেপ্টেম্বর ০৯/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বাংলাদেশ সিরিজে ভারতের দল ঘোষণা

পোস্ট হয়েছে : ১১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। দীর্ঘদিন পর ভারতের টেস্ট স্কোয়াডে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্ত। সেই সঙ্গে দুলীপ ট্রফিতে ৯ উইকেট নিয়ে দলে জায়গা পেয়েছেন আকাশ দীপ।

এ ছাড়া প্রথমবারের মতো ভারতের টেস্ট দলে ডাক পেয়েছেন পেসার ইয়াশ দয়াল। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের চিপকে বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। আর সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে। দুলীপ ট্রফিতে প্রথম রাউন্ডে একটি ফিফটিসহ ৬৩ রান করেও টেস্ট দলে জায়গা হয়নি শ্রেয়াস আইয়ারের। এদিকে দলে ফিরেছেন আরেক উইকেটরক্ষক ব্যাটার লোকেশ রাহুল। চলতি বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজের প্রথমটি খেলার পর চোটে পড়েছিলেন তিনি।

দুলীপ ট্রফিতে ৩৭ ও ৫৭ রানের দুটি ইনিংস খেলে নির্বাচকদের নজর কেড়েছেন তিনি। ইংল্যান্ড সিরিজ দিয়ে অভিষেক হওয়া সারফারাজ খান, ধ্রুভ জুরেল ও আকাশ দীপ নিজেদের জায়গা ধরে রেখেছেন। বাদ পড়েছেন রজত পাতিদার, শ্রিকার ভারত, দেবদূত পাডিক্কাল ও মুকেশ কুমার।

২০২৩ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার রিঙু সিংয়ের কাছে পাঁচ বলে পাঁচ ছক্কা হজম করে আলোচনায় এসেছিলেন দয়াল। ২০২৪ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্লে অফে তুলতে বড় ভূমিকা রেখে আবারও আলোচনায় আসেন তিনি। এবার প্রথম শ্রেনির ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো করার প্রতিদান পেলেন দয়াল।

এদিকে ভয়াবহ গাড়ি দূর্ঘটনার পর আইপিএল দিয়ে আবারও ক্রিকেটে ফেরেন পান্ত। এরপর খেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপও। সাদা পোশাকেও তার ফেরাটা ছিল শুধু সময়ের ব্যাপার। এই উইকেটকিপার-ব্যাটসম্যান সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২২ সালের ডিসেম্বরে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে। সেই বাংলাদেশের বিপক্ষেই আবার তার প্রত্যাবর্তন হচ্ছে।

ভারত স্কোয়াড- রোহিত শর্মা (অধিনায়ক), ইয়াসভি জায়সাওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, জসপ্রিত বুমরাহ ও ইয়াশ দয়াল।

বিজনেস আওয়ার/ সেপ্টেম্বর ০৯/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: