ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কারাগারে সাবেক আইজিপি শহিদুল হক

  • পোস্ট হয়েছে : ১২:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
  • 60

বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হকের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে সাত দিনের রিমান্ড শেষে শহিদুল হককে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার সাব-ইন্সপেক্টর বায়েজীদ বোস্তামী।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়, আদালতের নির্দেশ অনুযায়ী আসামিকে সাত দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুসরণ করে বিধি মোতাবেক অত্র মামলার ঘটনা সংক্রান্তে দফায় দফায় ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামি মামলার ঘটনার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেন। যা মামলা তদন্ত কাজে সাহায্য করবে। আসামির দেওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। মামলার তদন্ত কাজ অব্যাহত আছে। মামলার তদন্তকাজ শেষ না হওয়া পর্যন্ত আসামিকে জেল হাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।

গত ৩ সেপ্টেম্বর রাতে তাকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা বাহিনী। গত ৪ সেপ্টেম্বর তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকালে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় পুলিশের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মারা যান। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

বিজনেস আওয়ার/ সেপ্টেম্বর ১১/ রহমান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কারাগারে সাবেক আইজিপি শহিদুল হক

পোস্ট হয়েছে : ১২:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪

বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হকের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে সাত দিনের রিমান্ড শেষে শহিদুল হককে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার সাব-ইন্সপেক্টর বায়েজীদ বোস্তামী।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়, আদালতের নির্দেশ অনুযায়ী আসামিকে সাত দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুসরণ করে বিধি মোতাবেক অত্র মামলার ঘটনা সংক্রান্তে দফায় দফায় ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামি মামলার ঘটনার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেন। যা মামলা তদন্ত কাজে সাহায্য করবে। আসামির দেওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। মামলার তদন্ত কাজ অব্যাহত আছে। মামলার তদন্তকাজ শেষ না হওয়া পর্যন্ত আসামিকে জেল হাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।

গত ৩ সেপ্টেম্বর রাতে তাকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা বাহিনী। গত ৪ সেপ্টেম্বর তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকালে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় পুলিশের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মারা যান। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

বিজনেস আওয়ার/ সেপ্টেম্বর ১১/ রহমান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: