স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসান নিজের সেরা ছন্দে নেই। অতিবড় ভক্তও মানছেন, অলরাউন্ডার সাকিব নিজেকে আগের মত মেলে ধরতে পারছেন না।
তবে সাকিবের বোলিং ধার তেমন কমেনি। তার প্রমাণ দেখা গেলো ইংলিশ কাউন্টি ক্রিকেটে। সারের হয়ে সামারসেটের বিপক্ষে একমাত্র চারদিনের ম্যাচে দ্বিতীয় ইনিংসে ৫টিসহ মোট ৮ উইকেট শিকার করেছেন সাকিব। কিন্তু এই ম্যাচের প্রথম ইনিংসে সাকিবের ব্যাট কথা বলেনি। ছয় নম্বরে নেমে করতে পারেন মাত্র ১২ রান, খেলেন ২৪ বল।
সাকিব যে স্বাভাবিক ফর্মে নেই, তার ব্যাট যে আগের মত কথা বলছে না, তা স্বীকার করলেন নির্বাচক হান্নান সরকারও। বৃহস্পতিবার বিকেলে শেরে বাংলার কনফারেন্স হলে গণমাধ্যমের সাথে কথা প্রসঙ্গে সাকিবকে নিয়ে হান্নান বলেন, ‘আসলে সাকিব ছন্দে নেই। ছন্দটা খুব গুরুত্বপূর্ণ। সাকিব সে ছন্দে নেই।’
হান্নান মনে করেন, ওয়ানডে আর টি-টোয়েন্টি ফরম্যাটে ছন্দে ফেরা কঠিন। তার তুলনায় টেস্ট ক্রিকেটে ফর্মে ও ছন্দে ফেরা তুলনামূলক সহজ। কারণ টেস্ট ক্রিকেটটা হয় লম্বা সময় ধরে। সেখানে রান করার তাড়া থাকে না। তাই হান্নানের ধারণা, সাকিব টেস্টে ঠিক নিজেকে খুঁজে পাবেন।
আর সে খুঁজে পাওয়াটা কেবল একটি ইনিংস দূরে, বিশ্বাস হান্নানের। জাতীয় দলের এই নির্বাচক বলেন, ‘আমি বিশ্বাস করি, সাকিব যে মানের ক্রিকেটার, স্রেফ একটা ইনিংসের ব্যাপার। সে যদি সেটা করে নিতে পারে, তাহলে ছন্দে ফিরে আসা সময়ের ব্যাপার মাত্র।’
সাকিবকে টেস্টে ৫ থেকে ৬ নম্বরে খেলানোর কথা ভাবছেন নির্বাচকরা। এমনটা জানিয়ে হান্নান বলেন, ‘আমরা দেখেছি যে, সে ৫ বা ৬ নম্বরে ব্যাটিং করে। আমরা এখন পর্যন্ত সেভাবেই চিন্তা করেছি।’
বিজনেস আওয়ার/ ১২ সেপ্টেম্বর / রানা