ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

প্রেক্ষাপট, সময় ও বিপ্লব মানুষকে এক করে দেয়

  • পোস্ট হয়েছে : ০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • 68

বিনোদন ডেস্ক: গানের পাশাপাশি মানবিক কাজেও নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করেন জুনায়েদ ইভান। দেশের সাম্প্রতিক বন্যায় সক্রিয়ভাবে কাজ করেছেন। আবার গানে গানেও তহবিল গঠনে ভূমিকা রেখেছেন ‘অ্যাশেজ’ ব্যান্ডের এই ভোকাল ও দলনেতা। সামগ্রিক বিষয়ে কথা বলেছেন কালের কন্ঠের সঙ্গে।

তিন ধাপে বন্যার্তদের পাশে

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যাকবলিত মানুষের সহযোগিতায় তিন ধাপে কাজ করেছেন জুনায়েদ ইভান। নিজ উদ্যোগে যেমন সহায়তা করেছেন, তেমনি অন্যদের সঙ্গেও দাঁড়িয়েছেন অসহায়দের পাশে। ইভান বলেন, “সংগীতশিল্পীদের প্ল্যাটফরম ‘গেট আপ স্ট্যান্ড আপ’ থেকে তহবিল গঠন করেছি, সে টাকা পুনর্বাসনে ব্যবহৃত হবে। শিগগিরই এটার বাস্তবায়ন শুরু হবে।

দ্বিতীয়ত, আমরা চ্যারিটি কনসার্ট করছি। এসব কনসার্ট থেকে কোনো সম্মানি নিচ্ছি না, দর্শক-শ্রোতার কাছ থেকে উঠে আসা সব টাকা দেওয়া হচ্ছে বন্যার্তদের জন্য। আর তৃতীয়ত, আমি ব্যক্তিগত উদ্যোগে তিন জেলায় কাজ করেছি। চট্টগ্রামের ফটিকছড়ি, ফেনী ও নোয়াখালীতে তিনটি টিম পাঠিয়েছি।

এগুলোর পুরো অর্থ আমি নিজেই বহন করেছি। শুধু ফেনীর টিমে কিছু মানুষ স্বেচ্ছায় খাবার পাঠিয়েছেন। উদ্ধার এবং খাবার দুটো কাজেই আমার টিম কাজ করেছে। তবে আমি সশরীরে যেতে পারিনি।

যেহেতু আমার তিনটি টিম, আবার সংগীতশিল্পীদের সঙ্গেও সমন্বয় করতে হচ্ছিল, ফেসবুকেও সক্রিয় থাকতে হচ্ছিল, এসব কারণে যেতে পারিনি।

কনসার্টের হালচাল

রাজনৈতিক ও বন্যাপরিস্থিতির কারণে মাস দুয়েক ধরে কনসার্ট বন্ধ ছিল। সম্প্রতি চ্যারিটি কনসার্ট দিয়ে মঞ্চে ফিরেছেন শিল্পীরা, ফিরেছে ‘অ্যাশেজ’ও। ইভান বলেন, “৬ সেপ্টেম্বর আমরা পারফরম করেছি ঢাকা রক কার্নিভালে। এখানে আমাদের সঙ্গে ‘শিরোনামহীন’, ‘মেঘদল’, ‘সোনার বাংলা সার্কাস’র মতো ব্যান্ড ছিল।

সামনে আমাদের অনেকগুলো শো আছে। ধানমণ্ডি, টিএসসি, যশোরসহ বিভিন্ন জেলায় কনসার্ট করব। এগুলো সবই বন্যার্ত মানুষের সহযোগিতায়।’কনসার্ট মানেই হাজারো তরুণের উচ্ছ্বাস-উন্মাদনা। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে মানুষ গান-বিনোদন থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সে বিচ্ছিন্নতা কাটিয়ে কি গানমুখী হচ্ছে শ্রোতারা? ইভানের জবাব, ‘আমরা কনসার্টে মানুষকে কানেক্ট করতে পেরেছি। আমার মনে হয়েছে, রাজনৈতিক বোধ, প্রতিবাদী সত্তা সব কিছু মিলিয়ে মানুষ একটা জার্নির মধ্য দিয়ে যাচ্ছে। মানুষ সংগ্রাম করছে এবং এই সংগ্রামটাকে উপভোগ করছে। পরাধীনতা পেরিয়ে মানুষ যখন স্বাধীন থাকে, সংগ্রামও ভালো লাগে।’

শিল্পীরা যখন সাধারণের কাতারে

এবারের গণ-অভ্যুত্থান ও প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের পাশে থেকেছেন দেশের অধিকাংশ শিল্পী। এমন বৃহৎ অংশগ্রহণ সচরাচর দেখা যায় না। বিষয়টি নিয়ে জুনায়েদ ইভানের পর্যালোচনা এ রকম, ‘মানুষের জীবন ও চিন্তা-ভাবনা নিয়েই শিল্পীর কাজ। গান দিয়ে, লেখা দিয়ে মানুষের পাশে থাকতে হয়। এটা সব সময় ঘটে, কখনো কম হয়, কখনো বেশি এই আরকি। তবে এবার শুধু শিল্পী না, সাধারণ মানুষের মধ্যেও জোয়ার এসেছিল। অন্যান্য সময়ে সাধারণ মানুষও এতটা এগিয়ে আসে না। একসঙ্গে কাজ করার যে উদ্দীপনা, তা এই প্রেক্ষাপটই [আন্দোলন] তৈরি করেছে। প্রেক্ষাপট, সময় ও বিপ্লব মানুষকে এক করে দেয়। এবার সেটাই ঘটেছে।’

একসঙ্গে পাঁচ গান

‘অ্যাশেজ’-এর তৃতীয় অ্যালবাম ‘বিভ্রম’। এর আগে অ্যালবামটির তিনটি গান প্রকাশিত হয়েছে। ইভান জানালেন, বাকি পাঁচটি গান একসঙ্গে প্রকাশ করবেন তাঁরা। প্রায় তিন মাসের যে জট লেগেছে, সে কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ‘অ্যাশেজ’ সদস্যরা। চলতি বছরের শেষ দিকে আসবে গানগুলো।

গানের বিষয় অবচেতন মন

‘অ্যাশেজ’-এর গানের আলাদা ঢং আছে, এটা শ্রোতাদের জানা। ‘বিভ্রম’ অ্যালবামেও সে বৈশিষ্ট্য জারি থাকছে। গানের বিষয়বস্তু জানিয়ে ইভান বলেন, “মানুষের বাস্তব জীবন আর অবচেতন মনের মধ্যকার বিভিন্ন বিষয় নিয়ে গানগুলো লেখা। ধরুন আমরা যে বলি, আমার আত্মা; এখানে আত্মা এবং দাবিকারীর মধ্যে আসল ‘আমি’ কে? আমরা যখন বলি, আমার টেবিল, আমার খেলনা; এসবের মধ্যে টেবিল বা খেলনা তো আমি নই। অর্থাৎ জিনিসটা আমার; কিন্তু সেটা আমি নই। তাহলে যখন বলছি, আমার আত্মা, এখানে আমিটা কে? আত্মা নাকি দাবিকারী? এসব বিষয় নিয়ে আমি কাজ করার চেষ্টা করি। যদিও গানে একেবারে আক্ষরিক অর্থে বিষয়গুলো উল্লেখ করা যায় না। তবে গানের মূলভাব এটাই। অ্যালবামের ‘বিভ্রম’ নামটাও এ কারণেই দেওয়া।”

বিদেশের কনসার্ট

দেশে কনসার্টের ব্যস্ততা লেগেই থাকে। দেশের বাইরে ইউরোপে এরই মধ্যে দুটি ট্যুর দিয়েছে ‘অ্যাশেজ’। নতুন করে কোন দেশে গান শোনাবেন তাঁরা? ‘এই সেপ্টেম্বরেই কানাডায় কনসার্ট করার কথা ছিল। কিন্তু দেশের পরিস্থিতির কারণে বাতিল করেছি। আয়োজকদের সঙ্গে কথা হয়েছে, আগামী বছরের এপ্রিলে যাব কানাডায়। সেখানে চার-পাঁচটি কনসার্ট হবে। এ ছাড়া পর্তুগালেও কনসার্টের কথা চূড়ান্ত হয়ে গেছে’—বললেন ইভান।

বিজনেস আওয়ার/ ১৩ সেপ্টেম্বর / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

প্রেক্ষাপট, সময় ও বিপ্লব মানুষকে এক করে দেয়

পোস্ট হয়েছে : ০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

বিনোদন ডেস্ক: গানের পাশাপাশি মানবিক কাজেও নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করেন জুনায়েদ ইভান। দেশের সাম্প্রতিক বন্যায় সক্রিয়ভাবে কাজ করেছেন। আবার গানে গানেও তহবিল গঠনে ভূমিকা রেখেছেন ‘অ্যাশেজ’ ব্যান্ডের এই ভোকাল ও দলনেতা। সামগ্রিক বিষয়ে কথা বলেছেন কালের কন্ঠের সঙ্গে।

তিন ধাপে বন্যার্তদের পাশে

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যাকবলিত মানুষের সহযোগিতায় তিন ধাপে কাজ করেছেন জুনায়েদ ইভান। নিজ উদ্যোগে যেমন সহায়তা করেছেন, তেমনি অন্যদের সঙ্গেও দাঁড়িয়েছেন অসহায়দের পাশে। ইভান বলেন, “সংগীতশিল্পীদের প্ল্যাটফরম ‘গেট আপ স্ট্যান্ড আপ’ থেকে তহবিল গঠন করেছি, সে টাকা পুনর্বাসনে ব্যবহৃত হবে। শিগগিরই এটার বাস্তবায়ন শুরু হবে।

দ্বিতীয়ত, আমরা চ্যারিটি কনসার্ট করছি। এসব কনসার্ট থেকে কোনো সম্মানি নিচ্ছি না, দর্শক-শ্রোতার কাছ থেকে উঠে আসা সব টাকা দেওয়া হচ্ছে বন্যার্তদের জন্য। আর তৃতীয়ত, আমি ব্যক্তিগত উদ্যোগে তিন জেলায় কাজ করেছি। চট্টগ্রামের ফটিকছড়ি, ফেনী ও নোয়াখালীতে তিনটি টিম পাঠিয়েছি।

এগুলোর পুরো অর্থ আমি নিজেই বহন করেছি। শুধু ফেনীর টিমে কিছু মানুষ স্বেচ্ছায় খাবার পাঠিয়েছেন। উদ্ধার এবং খাবার দুটো কাজেই আমার টিম কাজ করেছে। তবে আমি সশরীরে যেতে পারিনি।

যেহেতু আমার তিনটি টিম, আবার সংগীতশিল্পীদের সঙ্গেও সমন্বয় করতে হচ্ছিল, ফেসবুকেও সক্রিয় থাকতে হচ্ছিল, এসব কারণে যেতে পারিনি।

কনসার্টের হালচাল

রাজনৈতিক ও বন্যাপরিস্থিতির কারণে মাস দুয়েক ধরে কনসার্ট বন্ধ ছিল। সম্প্রতি চ্যারিটি কনসার্ট দিয়ে মঞ্চে ফিরেছেন শিল্পীরা, ফিরেছে ‘অ্যাশেজ’ও। ইভান বলেন, “৬ সেপ্টেম্বর আমরা পারফরম করেছি ঢাকা রক কার্নিভালে। এখানে আমাদের সঙ্গে ‘শিরোনামহীন’, ‘মেঘদল’, ‘সোনার বাংলা সার্কাস’র মতো ব্যান্ড ছিল।

সামনে আমাদের অনেকগুলো শো আছে। ধানমণ্ডি, টিএসসি, যশোরসহ বিভিন্ন জেলায় কনসার্ট করব। এগুলো সবই বন্যার্ত মানুষের সহযোগিতায়।’কনসার্ট মানেই হাজারো তরুণের উচ্ছ্বাস-উন্মাদনা। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে মানুষ গান-বিনোদন থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সে বিচ্ছিন্নতা কাটিয়ে কি গানমুখী হচ্ছে শ্রোতারা? ইভানের জবাব, ‘আমরা কনসার্টে মানুষকে কানেক্ট করতে পেরেছি। আমার মনে হয়েছে, রাজনৈতিক বোধ, প্রতিবাদী সত্তা সব কিছু মিলিয়ে মানুষ একটা জার্নির মধ্য দিয়ে যাচ্ছে। মানুষ সংগ্রাম করছে এবং এই সংগ্রামটাকে উপভোগ করছে। পরাধীনতা পেরিয়ে মানুষ যখন স্বাধীন থাকে, সংগ্রামও ভালো লাগে।’

শিল্পীরা যখন সাধারণের কাতারে

এবারের গণ-অভ্যুত্থান ও প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের পাশে থেকেছেন দেশের অধিকাংশ শিল্পী। এমন বৃহৎ অংশগ্রহণ সচরাচর দেখা যায় না। বিষয়টি নিয়ে জুনায়েদ ইভানের পর্যালোচনা এ রকম, ‘মানুষের জীবন ও চিন্তা-ভাবনা নিয়েই শিল্পীর কাজ। গান দিয়ে, লেখা দিয়ে মানুষের পাশে থাকতে হয়। এটা সব সময় ঘটে, কখনো কম হয়, কখনো বেশি এই আরকি। তবে এবার শুধু শিল্পী না, সাধারণ মানুষের মধ্যেও জোয়ার এসেছিল। অন্যান্য সময়ে সাধারণ মানুষও এতটা এগিয়ে আসে না। একসঙ্গে কাজ করার যে উদ্দীপনা, তা এই প্রেক্ষাপটই [আন্দোলন] তৈরি করেছে। প্রেক্ষাপট, সময় ও বিপ্লব মানুষকে এক করে দেয়। এবার সেটাই ঘটেছে।’

একসঙ্গে পাঁচ গান

‘অ্যাশেজ’-এর তৃতীয় অ্যালবাম ‘বিভ্রম’। এর আগে অ্যালবামটির তিনটি গান প্রকাশিত হয়েছে। ইভান জানালেন, বাকি পাঁচটি গান একসঙ্গে প্রকাশ করবেন তাঁরা। প্রায় তিন মাসের যে জট লেগেছে, সে কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ‘অ্যাশেজ’ সদস্যরা। চলতি বছরের শেষ দিকে আসবে গানগুলো।

গানের বিষয় অবচেতন মন

‘অ্যাশেজ’-এর গানের আলাদা ঢং আছে, এটা শ্রোতাদের জানা। ‘বিভ্রম’ অ্যালবামেও সে বৈশিষ্ট্য জারি থাকছে। গানের বিষয়বস্তু জানিয়ে ইভান বলেন, “মানুষের বাস্তব জীবন আর অবচেতন মনের মধ্যকার বিভিন্ন বিষয় নিয়ে গানগুলো লেখা। ধরুন আমরা যে বলি, আমার আত্মা; এখানে আত্মা এবং দাবিকারীর মধ্যে আসল ‘আমি’ কে? আমরা যখন বলি, আমার টেবিল, আমার খেলনা; এসবের মধ্যে টেবিল বা খেলনা তো আমি নই। অর্থাৎ জিনিসটা আমার; কিন্তু সেটা আমি নই। তাহলে যখন বলছি, আমার আত্মা, এখানে আমিটা কে? আত্মা নাকি দাবিকারী? এসব বিষয় নিয়ে আমি কাজ করার চেষ্টা করি। যদিও গানে একেবারে আক্ষরিক অর্থে বিষয়গুলো উল্লেখ করা যায় না। তবে গানের মূলভাব এটাই। অ্যালবামের ‘বিভ্রম’ নামটাও এ কারণেই দেওয়া।”

বিদেশের কনসার্ট

দেশে কনসার্টের ব্যস্ততা লেগেই থাকে। দেশের বাইরে ইউরোপে এরই মধ্যে দুটি ট্যুর দিয়েছে ‘অ্যাশেজ’। নতুন করে কোন দেশে গান শোনাবেন তাঁরা? ‘এই সেপ্টেম্বরেই কানাডায় কনসার্ট করার কথা ছিল। কিন্তু দেশের পরিস্থিতির কারণে বাতিল করেছি। আয়োজকদের সঙ্গে কথা হয়েছে, আগামী বছরের এপ্রিলে যাব কানাডায়। সেখানে চার-পাঁচটি কনসার্ট হবে। এ ছাড়া পর্তুগালেও কনসার্টের কথা চূড়ান্ত হয়ে গেছে’—বললেন ইভান।

বিজনেস আওয়ার/ ১৩ সেপ্টেম্বর / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: