স্পোর্টস ডেস্ক: কয়েক বছর ধরে টেস্টে টাইগারদের পারফরম্যান্সের গ্রাফটা ওপরের দিকে। শুধু ঘরের মাঠে নয়, বিদেশের মাটিতে ক্রিকেটের বড় ও প্রতিষ্ঠিত শক্তিকে হারানোর পর্যাপ্ত সামর্থ্য তৈরি হয়েছে বাংলাদেশের।
২০২২ সালের মাউন্ট মুঙ্গানুইতে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারানোর মধ্য দিয়ে টাইগাররা সে সত্য জানিয়ে দিয়েছে। তারপর ২০২৩ সালে ৪ টেস্টের মধ্যে নিউজিল্যান্ড, আফগানিস্তান ও আয়ারল্যান্ডকে হারিয়েছে। এবার পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়ে ২-০ ব্যবধানে জিতেছে দুই টেস্টের সিরিজ। পাকিস্তানের বিপক্ষে সে সফল মিশন শেষে এখন ‘মিশন ইন্ডিয়া।’
পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বর ভারত যাওয়ার কথা টিম বাংলাদেশের। সে সূচি বহাল আছে। আজ শনিবার ঠিক সন্ধ্যার আগে বোর্ড থেকে জানিয়ে দেয়া হলো, আগামীকাল রোববার দুপুরে ভারতের চেন্নাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে টাইগাররা।
বাংলাদেশ সময় দুপুর ১টা ৫ মিনিটে ফ্লাইট শান্ত বাহিনীর। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে দুই ম্যাচের টেস্ট সিরিজে ‘বাংলাওয়াশ’ করা জাতীয় দল ভারত যাচ্ছে আবার আরেকটি ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইতে প্রথম টেস্ট শান্ত বাহিনীর। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ২৭ সেপ্টেম্বর।
বিসিবির উচ্চ পর্যায়ের নির্ভরযোগ্য সূত্রের খবর, বোর্ড সভাপতি ফারুক আহমেদও ভারতের বিপক্ষে টাইগারদের সিরিজ সশরীরে দেখতে যাবেন। এছাড়া বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম প্রথম টেস্ট দেখতে চেন্নাই যাবেন। জানা গেছে, ১৭ সেপ্টেম্বর চেন্নাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবেন ফাহিম।
রাত পোহালেই জাতীয় দল ভারত যাবে। কিন্তু রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ, রবিচন্দ্রন অশ্বিনদের বিপক্ষে টাইগারদের লক্ষ্য ও পরিকল্পনা কী? তা জানা যায়নি এখনো। সাধারণত কোনো বিদেশ সফরের আগে অফিসিয়াল প্রেস মিট হয়ে যায়। কিন্তু এবার তা হবো হবো করেও হয়নি।
বিসিবি থেকে জানানো হয়েছে যে, আগামীকাল ১৫ সেপ্টেম্বর ভারতের বিমানে ওঠার ঘণ্টা দুয়েক আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সকাল ১১ টা ৪৫ মিনিটে কথা বলবেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানেই জানা যাবে কী লক্ষ্য নিয়ে ভারত সফরে যাচ্ছে টাইগাররা।
বিজনেস আওয়ার/ ১৪ সেপ্টেম্বর / রানা