বিনোদন ডেস্ক: প্রয়াত হলেন প্রখ্যাত দক্ষিণ আফ্রিকান অভিনেতা ডার্লিংটন মাইকেলস। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৭৮ বছর। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা। চিকিৎসাও চলছিল তার। তবে শেষরক্ষা হল না। না ফেরার দেশেই পাড়ি জমালেন তিনি।
ইসিডিঙ্গোতে জর্জি ‘পাপা জি’ জামদেলার চরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত ছিলেন ডার্লিংটন।
প্রায় ২০ বছর ধরে, ডার্লিংটন মাইকেলস তার চরিত্রের অনন্য শৈলী দিয়ে শ্রোতাদের বিমোহিত করেছিল। তার মৃত্যুর খবরে দক্ষিণ আফ্রিকার অনুরাগীদের গভীরভাবে শোকাহত করেছে, কারণ দেশের অন্যতম আইকনিক টেলিভিশন ভিলেন হিসাবে বিবেচনা করা হয়েছিল তাকে।
সাউথ আফ্রিকান ব্রডকাস্টিং কর্পোরেশন (এসএবিসি) ডার্লিংটন মাইকেলসের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করে একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে লেখা হয়েছে, ‘এসএবিসি কিংবদন্তি ডার্লিংটন মাইকেলসের মৃত্যুতে গভীরভাবে শোকাহত।
বিনোদন শিল্পে তার বিশাল অবদান চিরদিন স্মরণ করা হবে। আমরা মাইকেলস পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।’
বিজনেস আওয়ার/ ১৫ সেপ্টেম্বর / রানা