ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রবীন্দ্রনাথের ছোটগল্পের অনুপ্রেরণায় বড় ধারাবাহিক, পার করছে ১০০ পর্ব

  • পোস্ট হয়েছে : ০৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
  • 76

বিনোদন ডেস্ক: রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প দেনা পাওনা’র অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক। দীপ্ত টেলিভিশনে প্রচারও হচ্ছে গত ১৮ মে থেকে। এবার ধারাবাহিক নাটকটি পার করতে যাচ্ছে শতপর্ব। আগামীকাল ১৬ সেপ্টেম্বর দেনা পাওনা ধারাবাহিক নাটকের ১০০তম পর্ব দীপ্ত টিভিতে প্রচার হবে।

নতুন নতুন পর্ব নিয়ে প্রতি শনি থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় দীপ্ত টিভিতে দেখা যাচ্ছে এটি। এছাড়া দীপ্ত প্লে ও দীপ্ত ইউটিউব চ্যানেলেও দেখা যাচ্ছে দেনা পাওনা।
নাটকটিতে দেখা যায় ইরফান ও পারমিতা তাদের ভালবাসার স্বীকৃতি চাইলে সেখানে বাধা হয়ে দাঁড়ায় দুই পরিবারের আর্থ-সামাজিক বিভেদ। পরিবারের সম্মান, ভালবাসা ও আত্মসম্মান বাঁচাতে পারমিতাকে নামতে হয় লড়াইয়ে।

গোলাম মুক্তাদির শানের নির্দেশনায় ধারাবাহিকটিতে অভিনয় করছেন তানভীন সুইটি, মনির খান শিমুল, নাজনীন হাসান চুমকি, শাহাদাৎ হোসেন, ফাহিম মালেক ইভান, তনুশ্রী কারকুন, তনয় বিশ্বাস, কাজী কানিজ, শাওন দাস, মেহেদি হাসান প্রমুখ। দেনা পাওনা ধারাবিহিক নাটকটির চিত্রনাট্য লিখেছেন আফিফা মোহসিনা অরণি, সংলাপ রচনা করেছেন অলভী সরকার। নাটকটির লাইন প্রোডিউসার হিসেবে আছেন জাহিদুল ইসলাম।

বিজনেস আওয়ার/ ১৫ সেপ্টেম্বর / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

রবীন্দ্রনাথের ছোটগল্পের অনুপ্রেরণায় বড় ধারাবাহিক, পার করছে ১০০ পর্ব

পোস্ট হয়েছে : ০৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

বিনোদন ডেস্ক: রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প দেনা পাওনা’র অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক। দীপ্ত টেলিভিশনে প্রচারও হচ্ছে গত ১৮ মে থেকে। এবার ধারাবাহিক নাটকটি পার করতে যাচ্ছে শতপর্ব। আগামীকাল ১৬ সেপ্টেম্বর দেনা পাওনা ধারাবাহিক নাটকের ১০০তম পর্ব দীপ্ত টিভিতে প্রচার হবে।

নতুন নতুন পর্ব নিয়ে প্রতি শনি থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় দীপ্ত টিভিতে দেখা যাচ্ছে এটি। এছাড়া দীপ্ত প্লে ও দীপ্ত ইউটিউব চ্যানেলেও দেখা যাচ্ছে দেনা পাওনা।
নাটকটিতে দেখা যায় ইরফান ও পারমিতা তাদের ভালবাসার স্বীকৃতি চাইলে সেখানে বাধা হয়ে দাঁড়ায় দুই পরিবারের আর্থ-সামাজিক বিভেদ। পরিবারের সম্মান, ভালবাসা ও আত্মসম্মান বাঁচাতে পারমিতাকে নামতে হয় লড়াইয়ে।

গোলাম মুক্তাদির শানের নির্দেশনায় ধারাবাহিকটিতে অভিনয় করছেন তানভীন সুইটি, মনির খান শিমুল, নাজনীন হাসান চুমকি, শাহাদাৎ হোসেন, ফাহিম মালেক ইভান, তনুশ্রী কারকুন, তনয় বিশ্বাস, কাজী কানিজ, শাওন দাস, মেহেদি হাসান প্রমুখ। দেনা পাওনা ধারাবিহিক নাটকটির চিত্রনাট্য লিখেছেন আফিফা মোহসিনা অরণি, সংলাপ রচনা করেছেন অলভী সরকার। নাটকটির লাইন প্রোডিউসার হিসেবে আছেন জাহিদুল ইসলাম।

বিজনেস আওয়ার/ ১৫ সেপ্টেম্বর / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: