ঢাকা , বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আগস্টের সেরা দুই শ্রীলঙ্কান ক্রিকেটার

  • পোস্ট হয়েছে : ০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
  • 34

স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় যেন সোনার হরিণ হয়েছিল শ্রীলঙ্কার। ঘরে-বাইরে ২৭ বছর কোথাও জিততে পারেনি তারা। অবশেষে গত মাসে সেই খরা ঘুচেছে তাদের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে তারা।

ঘরের মাঠে সিরিজ জয়ের পুরো কৃতিত্ব বলা যায় দুনিথ ভেল্লালাগের। ব্যাটে-বলে তার দুর্দান্ত নৈপুণ্যে সিরিজ জেতে শ্রীলঙ্কা। ৭ উইকেট ও ১০৮ রানের পারফরম্যান্সের কারণে সিরিজেসেরার স্বীকৃতি জুটেছে তার কপালে। আজ আরো বড় স্বীকৃতি পেয়েছেন তিনি।

আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন ভেল্লালাগে। পেছনে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের জেডন সিলস ও দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজকে। নিজেদের দলের মুখোমুখি দুই টেস্টের সিরিজে পেসার সিলসের ১২ উইকেটের বিপরীতে ১৩ উইকেট নেওয় সিরিজসেরা বাঁহাতি স্পিনার মহারাজ। শ্রীলঙ্কার পঞ্চম ক্রিকেটা হিসেবে মাসসেরার পুরস্কার জিতেছেন ভেল্লালাগে।

তার আগে অ্যাঞ্জেলো ম্যাথিস, প্রবাত জয়াসুরিয়া, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কামিন্দু মেন্ডিজ জেতেন। মার্চের সেরা মেন্ডিজের পর শ্রীলঙ্কার দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এ বছর মাসসেরা হলেন ২৪ বছর বয়সী বাঁহাতি স্পিনার।

শ্রীলঙ্কাকে শুধু ভেল্লালাগে সেরার স্বীকৃতি এনে দেননি গত মাসের সেরা হওয়া হার্শিতা সামারাবিক্রমাও এনে দিয়েছেন। দুই টি-টোয়েন্টিতে ১৫১ রান এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৭২ রান করার পুরস্কারই পেয়েছেন তিনি। দ্বিতীয় ওয়ানডেতে লঙ্কানদে হয়ে তৃতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরিও করেন।

বিজনেস আওয়ার/ ১৬ সেপ্টেম্বর / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আগস্টের সেরা দুই শ্রীলঙ্কান ক্রিকেটার

পোস্ট হয়েছে : ০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় যেন সোনার হরিণ হয়েছিল শ্রীলঙ্কার। ঘরে-বাইরে ২৭ বছর কোথাও জিততে পারেনি তারা। অবশেষে গত মাসে সেই খরা ঘুচেছে তাদের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে তারা।

ঘরের মাঠে সিরিজ জয়ের পুরো কৃতিত্ব বলা যায় দুনিথ ভেল্লালাগের। ব্যাটে-বলে তার দুর্দান্ত নৈপুণ্যে সিরিজ জেতে শ্রীলঙ্কা। ৭ উইকেট ও ১০৮ রানের পারফরম্যান্সের কারণে সিরিজেসেরার স্বীকৃতি জুটেছে তার কপালে। আজ আরো বড় স্বীকৃতি পেয়েছেন তিনি।

আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন ভেল্লালাগে। পেছনে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের জেডন সিলস ও দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজকে। নিজেদের দলের মুখোমুখি দুই টেস্টের সিরিজে পেসার সিলসের ১২ উইকেটের বিপরীতে ১৩ উইকেট নেওয় সিরিজসেরা বাঁহাতি স্পিনার মহারাজ। শ্রীলঙ্কার পঞ্চম ক্রিকেটা হিসেবে মাসসেরার পুরস্কার জিতেছেন ভেল্লালাগে।

তার আগে অ্যাঞ্জেলো ম্যাথিস, প্রবাত জয়াসুরিয়া, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কামিন্দু মেন্ডিজ জেতেন। মার্চের সেরা মেন্ডিজের পর শ্রীলঙ্কার দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এ বছর মাসসেরা হলেন ২৪ বছর বয়সী বাঁহাতি স্পিনার।

শ্রীলঙ্কাকে শুধু ভেল্লালাগে সেরার স্বীকৃতি এনে দেননি গত মাসের সেরা হওয়া হার্শিতা সামারাবিক্রমাও এনে দিয়েছেন। দুই টি-টোয়েন্টিতে ১৫১ রান এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৭২ রান করার পুরস্কারই পেয়েছেন তিনি। দ্বিতীয় ওয়ানডেতে লঙ্কানদে হয়ে তৃতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরিও করেন।

বিজনেস আওয়ার/ ১৬ সেপ্টেম্বর / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: