বিনোদন ডেস্ক: বিশ্বমানের স্কিন কেয়ার, কসমেটিকস, টয়লেট্রিজ, হোম কেয়ার, পারফিউমসহ নানান পণ্যের ব্র্যান্ড হারলান। বাংলাদেশে যার যাত্রা শুরু করেন সুপারস্টার শাকিব খান। নকল ও ভেজালমুক্ত পণ্য ব্যবহার করে দেশের মানুষ যাতে গ্লোবাল স্ট্যান্ডার্ড অফ লিভিং অনুযায়ী সবরকম সুযোগ সুবিধা পেতে পারে সেটা নিয়ে কাজ করে যাচ্ছে রিমার্ক-হারলান। রিমার্ক-হারল্যানের সঙ্গে যুক্ত রয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, পরিমণি, নুসরাত ফারিয়া, নাজিফা তুষি, সাবিলা নূর, কেয়া পায়েল, প্রার্থনা ফারদীন দিঘীসহ একাধিক তাকা।
এবার তাদের ভিড়ে নাম লেখালেন চিত্রনায়িকা পূজা চেরী। সঙ্গে ছিলেন চিত্রনায়ক ইমন। তিনি ইতোমধ্যে রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছেন।
রবিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর অভিজাত এক হোটেলের হলরুমে বসে ছিল ১৫৫ জন সেলুন মালিক, সেলিব্রিটি, ফ্যাশন এক্সপার্ট, ফ্রিল্যান্স মেকআপ আর্টিস্ট, কোরিওগ্রাফার, মিডিয়া ব্যক্তিত্ব এবং সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মিলন মেলা আয়োজিত হয়।
আয়োজনে হাজির হন চিত্রনায়িকা পূজা চেরি ও নায়ক ইমন। ‘বিউটি কনফারেন্স এন্ড গেট টুগেদার’ এই শিরোনামের ওই আয়োজনটির মূল সহায়তাকারী ছিল দেশের জনপ্রিয় কসমেকিক্স ব্র্যান্ড হারল্যান। আয়োজনে ছিল মেকআপ আর্টিস্ট অ্যান্ড বিউটি ব্লগারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব্যাব)।
অনুষ্ঠানে পূজা চেরী বলেন, ‘নিজের ক্যারিয়ার ও নিজের মেকআপ সম্পর্কে আমি অনেক খুঁতখুঁতে এই কথাটি আমি সবসময় বলে এসেছি।
সবকিছু পারফেক্ট না হলে আমি কখনও কোনো জায়গায় মুভ করি না। পারফেক্ট মনে করেছি বলেই আজ এখানে এসেছি। যেহেতু আমরা আর্টিস্ট। মিডিয়ার সঙ্গে জড়িত। তারচেয়েও বড় কথা হচ্ছে আমরা মেয়েরা সৌন্দর্য বিষয়ক কাজে যুক্ত থাকতে দারুণভাবে পছন্দ করি।
নারীদের সৌন্দর্য নিয়ে যারা কাজ করেন তাদের নিয়ে এমন সুন্দর আয়োজনে আসতে পারলে দারুণ লাগে আমার।’নায়িকার এই কথা শেষ হতে না হতেই মাইক্রোনের সামনে রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক মামনুন হাসান ইমন, ‘আমরা আজ শুধু সৌন্দর্যের গল্প বলতে চাই। কারণ অনেক দিন পর এমন সুন্দর একটি অনুষ্ঠানে হাজির হতে পেরেছি। এমন সুন্দর আয়োজনে আসার জন্য আমরা ছেলেরাও দারুণ আগ্রহ পাই। কারণ আমরা ছেলে-মেয়ে সবাই কিন্তু সৌন্দর্যকে ভালোবাসি। সৌন্দর্য নিয়ে থাকতে পছন্দ করি।’
কনফারেন্সে আগত সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল হারল্যানের ডিসপ্লে স্টল সেখানে তাদের সকল পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিয়েছে সবাই। অনেকেই স্কিন অ্যানালাইজার মেশিন ব্যবহার করে তাদের স্কিনের সমস্যা প্রাথমিকভাবে শনাক্ত করে নিতেও দেখা যায়।
বিজনেস আওয়ার/ ১৭ সেপ্টেম্বর / রানা