ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাশফোর্ডের হ্যাটট্রিকে বড় জয় ম্যানইউর

  • পোস্ট হয়েছে : ১১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
  • 40

স্পোর্টস ডেস্ক: চলতি মৌসুমের চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডচ। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে মার্কাস রাশফোর্ডের দুর্দান্ত হ্যাটট্রিকে আরবি লাইপজিগের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

বুধবার রাতে গ্রুপ এইচ’র ম্যাচে আরবি লাপজিগকে আতিথ্য দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের ২১তম মিনিটে ইউনাইটেডের হয়ে প্রথম গোলটি করেন মেসন গ্রিনউড। পল পগবার বাড়ানো বল ডি বক্সের বাঁ দিকে পেয়ে যান গ্রিনউড, আর সেখান থেকেই গোল করে দলকে এগিয়ে নেনে এই ইংলিশ ফরোয়ার্ড।

প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-০’তে এগিয়ে থেকেই বিরতিতে যায় রেড ডেভিলরা। দ্বিতীয়ার্ধের ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় লাইপজিগ। ম্যাচের ৬৩ মিনিটে গ্রিনউডকে তুলে নিয়ে রাশফোর্ডকে মাঠে নামান ইউনাইটেড কোচ ওলে গানার সোলশায়ার।

আর মাঠে নামার মাত্র ১৮ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক করে দলের বড় জয় নিশ্চিত করেন রাশফোর্ড। ম্যাচের ৭৪ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের অ্যাসিস্ট থেকে স্কোরশিটে নাম লেখান রাশফোর্ড, এর মিনিট চারেক পর ফ্রেডের অ্যাসিস্ট থেকে দ্বিতীয় গোল করেন তিনি।

ম্যাচের নির্ধারিত সময়ের শেষে যোগ করা অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন রাশফোর্ড। এর আগে ৮৭ মিনিটে পেনাল্টি স্পট থেকে গোল করে দলকে ৪-০ গোলের লিড এনে দেন অ্যান্থনি মার্শিয়াল। শেষ পর্যন্ত ৫-০ গোলের বিশাল ব্যবধানে জয় পায় ম্যানচেস্টার ইউনাইটেড।

বিজনেস আওয়ার/২৯ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

রাশফোর্ডের হ্যাটট্রিকে বড় জয় ম্যানইউর

পোস্ট হয়েছে : ১১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০

স্পোর্টস ডেস্ক: চলতি মৌসুমের চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডচ। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে মার্কাস রাশফোর্ডের দুর্দান্ত হ্যাটট্রিকে আরবি লাইপজিগের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

বুধবার রাতে গ্রুপ এইচ’র ম্যাচে আরবি লাপজিগকে আতিথ্য দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের ২১তম মিনিটে ইউনাইটেডের হয়ে প্রথম গোলটি করেন মেসন গ্রিনউড। পল পগবার বাড়ানো বল ডি বক্সের বাঁ দিকে পেয়ে যান গ্রিনউড, আর সেখান থেকেই গোল করে দলকে এগিয়ে নেনে এই ইংলিশ ফরোয়ার্ড।

প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-০’তে এগিয়ে থেকেই বিরতিতে যায় রেড ডেভিলরা। দ্বিতীয়ার্ধের ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় লাইপজিগ। ম্যাচের ৬৩ মিনিটে গ্রিনউডকে তুলে নিয়ে রাশফোর্ডকে মাঠে নামান ইউনাইটেড কোচ ওলে গানার সোলশায়ার।

আর মাঠে নামার মাত্র ১৮ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক করে দলের বড় জয় নিশ্চিত করেন রাশফোর্ড। ম্যাচের ৭৪ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের অ্যাসিস্ট থেকে স্কোরশিটে নাম লেখান রাশফোর্ড, এর মিনিট চারেক পর ফ্রেডের অ্যাসিস্ট থেকে দ্বিতীয় গোল করেন তিনি।

ম্যাচের নির্ধারিত সময়ের শেষে যোগ করা অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন রাশফোর্ড। এর আগে ৮৭ মিনিটে পেনাল্টি স্পট থেকে গোল করে দলকে ৪-০ গোলের লিড এনে দেন অ্যান্থনি মার্শিয়াল। শেষ পর্যন্ত ৫-০ গোলের বিশাল ব্যবধানে জয় পায় ম্যানচেস্টার ইউনাইটেড।

বিজনেস আওয়ার/২৯ অক্টোবর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: