ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এক ম্যাচে ৩৪ পেনাল্টি শ্যুট, কারাবাও কাপে নতুন রেকর্ড

  • পোস্ট হয়েছে : ১০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
  • 66

স্পোর্টস ডেস্ক: শিরোনাম দেখে হয়তো অনেকেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। এক ম্যাচে কী করে এত পেনাল্টি হয়! কিন্তু ইংলিশ কারাবাও কাপে প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম ও প্রিস্টন নর্থ এন্ডের মধ্যকার ম্যাচে সেটিই হয়েছে।

মূল সময়ের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকার শ্যুটে ম্যাচের ফলাফল বের করে আনার সিদ্ধান্ত দিয়েছিলেন রেফারি। এরপরই নাটকীয় এই ঘটনার আবির্ভাব ঘটে।

ম্যাচ শেষ হওয়ার আগ পর্যন্ত দুই দলকে মোট ৩৭ টি পেনাল্টি শ্যুট নিতে হয়। কারাবাও ইতিহাসের এর আগে এত বেশি পেনাল্টি শ্যুটের রেকর্ড নেই।

ইতিহাস গড়া এই ম্যাচে শেষ পর্যন্ত জয় পায় ফুলহাম। ১৬-১৫ ব্যবধানে জয় নিশ্চিত হয় প্রিমিয়ার লিগের ক্লাবটির।

টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের খেলায় ফুলহামের জয়সূচক পেনাল্টি শ্যুটটি করেন রায়ান লেডসন। দলের ১৭তম শ্যুটে গোল করেন তিনি। অন্যদিকে প্রিস্টন নর্থ এন্ডের ১৭তম শ্যুটটি মিস করেন তিমোথি কাস্ট্যাগনে। এরপর ফুলহামের সেকি উচ্ছ্বাস!

বিজনেস আওয়ার/ ১৮ সেপ্টেম্বর / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

এক ম্যাচে ৩৪ পেনাল্টি শ্যুট, কারাবাও কাপে নতুন রেকর্ড

পোস্ট হয়েছে : ১০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

স্পোর্টস ডেস্ক: শিরোনাম দেখে হয়তো অনেকেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। এক ম্যাচে কী করে এত পেনাল্টি হয়! কিন্তু ইংলিশ কারাবাও কাপে প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম ও প্রিস্টন নর্থ এন্ডের মধ্যকার ম্যাচে সেটিই হয়েছে।

মূল সময়ের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকার শ্যুটে ম্যাচের ফলাফল বের করে আনার সিদ্ধান্ত দিয়েছিলেন রেফারি। এরপরই নাটকীয় এই ঘটনার আবির্ভাব ঘটে।

ম্যাচ শেষ হওয়ার আগ পর্যন্ত দুই দলকে মোট ৩৭ টি পেনাল্টি শ্যুট নিতে হয়। কারাবাও ইতিহাসের এর আগে এত বেশি পেনাল্টি শ্যুটের রেকর্ড নেই।

ইতিহাস গড়া এই ম্যাচে শেষ পর্যন্ত জয় পায় ফুলহাম। ১৬-১৫ ব্যবধানে জয় নিশ্চিত হয় প্রিমিয়ার লিগের ক্লাবটির।

টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের খেলায় ফুলহামের জয়সূচক পেনাল্টি শ্যুটটি করেন রায়ান লেডসন। দলের ১৭তম শ্যুটে গোল করেন তিনি। অন্যদিকে প্রিস্টন নর্থ এন্ডের ১৭তম শ্যুটটি মিস করেন তিমোথি কাস্ট্যাগনে। এরপর ফুলহামের সেকি উচ্ছ্বাস!

বিজনেস আওয়ার/ ১৮ সেপ্টেম্বর / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: