বিনোদন ডেস্ক: দিন-রাত শুটিংয়ের ব্যস্ততা। সংসারে দেওয়ার মতো সময় হতো না ব্যাচেলর পয়েন্ট অভিনেতা জাকিরের। কিন্তু জুলাই অভ্যুত্থান তাকে বদলে দিয়েছিল। শুটিংয়ের বদলে তিনি নেমেছিলেন পথে! স্লোগানে স্লোগানে তিনি মিশে গিয়েছিলেন ছাত্র-জনতার মাঝে।
সম্প্রতি ফেসবুকে নতুন করে ছড়িয়ে পড়েছে অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি ভিডিও ক্লিপ। সেখানে দেখা যাচ্ছে, একদল তরুণের সঙ্গে পথে স্লোগান দিচ্ছেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই মিছিলে অংশ নেওয়ায় ভক্ত-অনুরাগীরা কৃতজ্ঞতা জানিয়েছেন তাকে। ভক্তদের প্রশংসাসূচক সেসব মন্তব্য কি উপভোগ করছেন? জানতে চাইলে পাভেল বলেন, ‘আমিও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তারা আমার কাজ পছন্দ করেন বলেই কাজ করে আনন্দ পাই।’
আন্দোলন-সংগ্রাম শেষে কাজে ফিরে গেছেন পাভেল। তবে অভ্যুত্থানের কোনো ‘ক্রেডিট’ নিতে চান না পাভেল। এই অভ্যুত্থানের সব ক্রেডিট তিনি দিতে চান ছাত্র-জনতাকে। তাদের মতো তিনিও স্বপ্ন দেখেন একটি নতুন মানবিক বাংলাদেশের। তিনি চান কাজটাই ঠিকমতো করে যেতে। তিনি বলেন, ‘আমি যেটা পারি, সেটা হচ্ছে অভিনয়। আমি সেটাই করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে আন্দোলনে যাওয়ার পর থেকে ভয়ে ছিলাম। ভয়ে ফোন ধরতাম না।’
আন্দোলনের দিনগুলি প্রসঙ্গে পাভেল বলেন, ‘অনেকে মিছিলের ভিডিও দেখে ফোন দিতো। ভয়ে ফোন ধরতাম না। ভয় কাজ করতো, যদি সরকার ক্ষমতা না ছাড়ে, আমাদের অবস্থা তো খারাপ হয়ে যাবে। পরিবারকে কোনো সমস্যার সম্মুখীন হতে হয় কি না, তাদের নিরাপত্তা নিয়ে ভয় ছিল।’
২০১৫-১৬ সালে ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৯’-এর মঞ্চের কৌতুক অভিনেতা থেকে তিনি এখন পুরোদস্তুর অভিনেতা। বিশেষ করে কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’-এর মাধ্যমে তরুদের মধ্যে বেশি পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছেন তিনি। নতুন কাজের খবর জানতে চাইলে পাভেল বলেন, ‘অভ্যুত্থানের পরপর শুটিংয়ে ফিরতে হয়েছে। বেশ কয়েকটি ধারাবাহিকের কাজ ছিল। এগুলো কাজ কমিটমেন্টের কাজ, এ জন্য দ্রুত কাজে ফিরতে হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটা একক নাটকেও অভিনয় করেছি। নতুন দুইটা ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হয়েছি। একটা রায়হান রাফির, অন্যটার কথা এখন বলব না।’ জানা গেছে, রাফির সিরিজে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে।
বর্তমানে উত্তরায় একটি নাটকের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন পাভেল। তার অভিনীত বেশ কয়েকটি নাটক ছিল আলোচনায়। সেগুলোর মধ্যে কাজল আরেফিন অমি পরিচালিত ওয়ের সিরিজ ‘হোটেল রিলাক্স’ ও নাটক ‘কিডনি’। পাভেলের ইচ্ছে, নিজেকে ভাঙার মতো চরিত্র পেলে চলচ্চিত্রেও কাজ করবেন তিনি।
বিজনেস আওয়ার/ ১৮ সেপ্টেম্বর / রানা