বিজনেস আওয়ার প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনের কার্যকারিতা, যোগ্যতা ও সামগ্রিক ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ তুলে ধরেছেন সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতারা।
বুধবার (২১ জানুয়ারি) সৌজন্য সাক্ষাৎকালে ডিআরইউর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তারা শেয়ারবাজার ব্যবস্থাপনায় বর্তমান কমিশনের ব্যর্থতা ও অদূরদর্শী সিদ্ধান্তের বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরেন।
সাংবাদিক নেতারা তারেক রহমানকে জানান, খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বে শেয়ারবাজারে ছোট ছোট প্রতিষ্ঠান প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে এবং বড় প্রতিষ্ঠানগুলোও টিকে থাকতে হিমশিম খাচ্ছে। যেসব প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা পাঁচ কোটি টাকারও কম, সেসব প্রতিষ্ঠানের ওপর ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানা আরোপ করে কমিশন বাস্তবতা বিবর্জিত সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ করা হয়। তারা আরও বলেন, রাশেদ মাকসুদ নিজের একটি নির্দিষ্ট গোষ্ঠী বা কমিউনিটির স্বার্থে পুরো বাজার ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন।
এ সময় সাংবাদিক নেতারা আরও অভিযোগ করেন, শেয়ারবাজারের স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কার্যত কোনো কার্যকর যোগাযোগ বা সম্পর্ক নেই। শেয়ারবাজারের মাধ্যমে শিল্পায়নে অর্থায়ন ও কর্মসংস্থান সৃষ্টির যে মূল উদ্দেশ্য, সেটিও বর্তমান কমিশনের সিদ্ধান্ত ও নীতির কারণে বন্ধ হয়ে গেছে। তারা উল্লেখ করেন, গত দুই বছরে একটি আইপিও অনুমোদন না পাওয়ায় বাজারের এই গুরুত্বপূর্ণ ক্ষেত্রটি ভয়াবহ স্থবিরতায় পড়েছে।
সাক্ষাৎকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ সংগঠনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব সালেহ শিবলী এবং বিএনপি নেতা আতিকুর রহমান রুমনও সেখানে উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে ডিআরইউর পক্ষ থেকে সংগঠনের শুভেচ্ছা স্মারক ও প্রকাশনা সামগ্রী তারেক রহমানের হাতে তুলে দেন সভাপতি ও সাধারণ সম্পাদক।
বিজনেস আওয়ার/ ২৩ জানুয়ারি / আনিচ


















