ঢাকা , শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শেষ মুহূর্তের গোলে ভারতের কাছে হারল বাংলাদেশ

  • পোস্ট হয়েছে : ৩ ঘন্টা আগে
  • 16

স্পোর্টস ডেস্ক: ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে জাতীয় দল ম্যাচ খেলে এসেছে কিছুদিন আগেই। সেখানে স্বাগতিকদের বিপক্ষে দুটি ম্যাচে হাভিয়ের কাবরেরার ফুটবলারদের যতটা জড়োসড়ো দেখা গেছে, অনূর্ধ্ব-১৭ দলের ফুটবলারদের মধ্যে তা ছিল না। সাফের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে পাল্লা দিয়েই লড়েছে সাইফুল বারীর দল। তাতে জয় না এলেও অন্তত ১টি পয়েন্ট প্রত্যাশিত ছিল।

কিন্তু ভাগ্য সহায় হয়নি নাজমুল হুদাদের। ম্যাচের অতিরিক্ত সময়ে কর্নার থেকে গোল করে ম্যাচ বের করে নিয়ে গেছে ভারত।গত বছর অনূর্ধ্ব-১৬ আসরেও প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। তবে এ বছর চ্যাম্পিয়ন হওয়া অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়দের প্রেরণা হিসেবে নিয়েছিল এই কিশোর ফুটবলাররা।

তাতে লড়াই মিললেও শেষ পর্যন্ত হারের হতাশাই সঙ্গী হয়েছে। ভারত শুরু থেকে বল দখলে এগিয়ে ছিল। ঘরোয়া ফুটবলে রক্ষণমনস্ক হিসেবে পরিচিত কোচ সাইফুল বারীর অধীনে বাংলাদেশ প্রতিপক্ষের চাপ সামলে পাল্টা আক্রমণের কৌশল নিয়ে খেলেছে।
বাংলাদেশের রক্ষণ ছিল আঁটসাঁট।

ফলে ম্যাচে খুব বেশি সুযোগ পায়নি ভারত। দ্বিতীয়ার্ধের শুরুতে দারুণ সুযোগ পেয়েছিল বরং বাংলাদেশই। কিন্ত বক্সের ভেতর থেকে শফিক রহমান শট পোস্টে রাখতে পারেনি। ৭৬ মিনিটে ভারতের একটা শট ক্রসবারে প্রতিহত হওয়ার পর অতিরিক্ত সময়ে কর্নার থেকে সুমিত শর্মার হেড জড়ায় জালে।

বিজনেস আওয়ার/ ২০ সেপ্টেম্বর / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শেষ মুহূর্তের গোলে ভারতের কাছে হারল বাংলাদেশ

পোস্ট হয়েছে : ৩ ঘন্টা আগে

স্পোর্টস ডেস্ক: ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে জাতীয় দল ম্যাচ খেলে এসেছে কিছুদিন আগেই। সেখানে স্বাগতিকদের বিপক্ষে দুটি ম্যাচে হাভিয়ের কাবরেরার ফুটবলারদের যতটা জড়োসড়ো দেখা গেছে, অনূর্ধ্ব-১৭ দলের ফুটবলারদের মধ্যে তা ছিল না। সাফের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে পাল্লা দিয়েই লড়েছে সাইফুল বারীর দল। তাতে জয় না এলেও অন্তত ১টি পয়েন্ট প্রত্যাশিত ছিল।

কিন্তু ভাগ্য সহায় হয়নি নাজমুল হুদাদের। ম্যাচের অতিরিক্ত সময়ে কর্নার থেকে গোল করে ম্যাচ বের করে নিয়ে গেছে ভারত।গত বছর অনূর্ধ্ব-১৬ আসরেও প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। তবে এ বছর চ্যাম্পিয়ন হওয়া অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়দের প্রেরণা হিসেবে নিয়েছিল এই কিশোর ফুটবলাররা।

তাতে লড়াই মিললেও শেষ পর্যন্ত হারের হতাশাই সঙ্গী হয়েছে। ভারত শুরু থেকে বল দখলে এগিয়ে ছিল। ঘরোয়া ফুটবলে রক্ষণমনস্ক হিসেবে পরিচিত কোচ সাইফুল বারীর অধীনে বাংলাদেশ প্রতিপক্ষের চাপ সামলে পাল্টা আক্রমণের কৌশল নিয়ে খেলেছে।
বাংলাদেশের রক্ষণ ছিল আঁটসাঁট।

ফলে ম্যাচে খুব বেশি সুযোগ পায়নি ভারত। দ্বিতীয়ার্ধের শুরুতে দারুণ সুযোগ পেয়েছিল বরং বাংলাদেশই। কিন্ত বক্সের ভেতর থেকে শফিক রহমান শট পোস্টে রাখতে পারেনি। ৭৬ মিনিটে ভারতের একটা শট ক্রসবারে প্রতিহত হওয়ার পর অতিরিক্ত সময়ে কর্নার থেকে সুমিত শর্মার হেড জড়ায় জালে।

বিজনেস আওয়ার/ ২০ সেপ্টেম্বর / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: