বিনোদন ডেস্ক: একবার শারীরিক অবস্থার উন্নতি হয়তো আবার অবনতি। টানা ২৩ দিন হাসপাতালের বেডে লড়ছেন কলকাতার বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তাকে সুস্থ করতে প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। শারীরিকভাবে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন সৌমিত্র।
সপ্তাহ খানেক আগে থেকে শারীরিক অবস্থার অবনতি হয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের। বিশেষ করে সোমবার (২৬ অক্টোবর) রাত থেকেই অতি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন বর্ষীয়ান এই অভিনেতা। ওইদিন থেকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাকে।
একাধিক পদ্ধতিতে চিকিৎসা চললেও আশানুরূপ ফল মিলছে না। দিন চারেক ধরে অভিনেতার দুটি কিডনি সঠিকভাবে কাজ করছে না। তাই বুধবার (২৮ অক্টোবর) অভিনেতার ডায়ালিসিস শুরু করার সিদ্ধান্ত নিয়েছে মেডিক্যাল টিম।
প্রথমবারের মতো ডায়ালাইসিস করা হয়েছে কলকাতার তার। সফলভাবেই সম্পন্ন হয়েছে তার ডায়ালাইসিস। এর পাশাপাশি আরেকটি স্বস্তির খবর জানিয়েছেন চিকিৎসকরা। সেটি হলো- নতুন করে আর অবস্থার অবনতি হয়নি সৌমিত্র চট্টোপাধ্যায়ের।
চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালের বিছানায় রীতিমতো ফাইট (লড়াই) করে যাচ্ছেন তিনি। তবে শরীরে ইউরিয়ার মাত্রা জানতে আআজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ফের রক্তপরীক্ষা করা হবে। প্রয়োজনে ফের করা হতে পারে ডায়ালাইসিস।
কলকাতার সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ৫০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। এতে শ্বাস নিতে সমস্যা হচ্ছে না তার। নতুন করে জ্বর আসেনি তার, হয়নি রক্তপাতও। সচেতনতার মাত্রা গ্লাসগো কোমা স্কেলে ৯-১০।
প্রসঙ্গত, ১৯৩৫ সালের ১৯ জানুয়ারি নদীয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আমহার্স্ট স্ট্রিট সিটি কলেজে সাহিত্য নিয়ে পড়াশোনা করেন।১৯৫৯ সালে তিনি প্রথম সত্যজিৎ রায়ের পরিচালনায় অপুর সংসার ছবিতে অভিনয় করেন।
সিনেমা ছাড়াও তিনি বহু নাটক, যাত্রা এবং টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন। অভিনয় ছাড়া তিনি নাটক ও কবিতা লিখেছেন, নাটক পরিচালনা করেছেন।
বিজনেস আওয়ার/২৯ অক্টোবর, ২০২০/এ