বিজনেস আওয়ার প্রতিবেদক: শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে দেশের দুই শেয়ারবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) সব স্বতন্ত্র ও শেয়ারহোল্ডার পরিচালক সৌজন্য সাক্ষাৎ করেছেন। পরিচালকরা জানিয়েছেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। স্বতন্ত্র পরিচালক নিয়োগকে কেন্দ্র করে স্টক এক্সচেঞ্জের সঙ্গে যে দূরত্ব তৈরি হচ্ছিল, তা কমানোর চেষ্টা ছিল।
রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে গতকাল বেলা ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত বৈঠকে বিএসইসির পক্ষে ছিলেন কমিশন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, তিন কমিশনার মোহসীন চৌধুরী, মো. আলী আকবর এবং ফারজানা লালারুখ। এতে ডিএসই সব পরিচালক এবং একজন বাদে সিএসইর সব পরিচালক অংশ নেন।
কমিশনের সঙ্গে বৈঠকে ডিএসইর স্বতন্ত্র পরিচালকরা নিয়োগের ২২ দিন পর শেয়ারহোল্ডারদের পরিচালকদের সঙ্গে প্রথম সাক্ষাৎ করেন ও পরিচিত হন। পৃথক বৈঠকে ডিএসইর ভারপ্রাপ্ত এমডি সাত্ত্বিক আহমেদ এবং সিএসইর এমডি সাইফুর রহমান মজুমদার উপস্থিত ছিলেন।
জানতে চাইলে ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক শাকিল রিজভী সমকালকে বলেন, বিএসইসির পক্ষ থেকে সৌজন্য সাক্ষাতের আমন্ত্রণ জানানো হয়। স্বতন্ত্র পরিচালকদের প্রথম পরিচয় হয়েছে। খুবই সৌহার্দ্যপূর্ণ বৈঠক ছিল। সবাই কথা বলেছেন। কে কোথা থেকে বা কীভাবে এসেছেন, তা বড় কথা নয়; সবাই শেয়ারবাজারের উন্নয়নে এবং বিনিয়োগকারীদের পক্ষে কাজ করার কথা বলেছেন। তিনি বলেন, আগের মতো আর ভুয়া সম্পদ দেখিয়ে শেয়ার ইস্যু করা কোম্পানির আইপিও যাতে না আসে এবং কারসাজি হলে কমিশন যাতে আরও কঠোর হয়। তা ছাড়া কাজ করতে গিয়ে সমস্যা বা ভুল বোঝাবুঝি যাতে না হয়, তার জন্য কথা বলার দরজা সবসময় খোলা রাখার কথাও এসেছে।
সিএসইর এমডি সাইফুর রহমান মজুমদার জানান, স্বতন্ত্র পরিচালক ও ইডকলের সিইও আলমগীর মোর্শেদ ছাড়া বাকি সব স্বতন্ত্র ও শেয়ারহোল্ডার পরিচালক উপস্থিত ছিলেন। স্টক এক্সচেঞ্জ যাতে নিজে থেকে চলতে পারে সে জন্য সক্ষমতা বাড়াতে কমিশন পরামর্শ দিয়েছে। বিএসইসির পক্ষ থেকে বলা হয়েছে, স্টক এক্সচেঞ্জের কাজে কমিশন অযথা হস্তক্ষেপ করবে না। শেয়ারবাজার পরিচালনায় স্বচ্ছতা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তারা।
বিজনেস আওয়ার/ ২৪ সেপ্টেম্বর / এ এইচ