বিজনেস আওয়ার প্রতিবেদক: পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে, গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) একযোগে ২৭ কোম্পানির শেয়ার ‘এ’ ও ‘বি’ ক্যাটাগারি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করে ডিএসই। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) থেকে কোম্পানিগুলোর শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে।
সূত্র মতে, ইউনিয়ন ইন্স্যুরেন্সকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী ‘বি’ ক্যাটাগারি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
জেড ক্যাটাগরিতে স্থানান্তরের কারণে এসব কোম্পানির শেয়ারে মার্জিন ঋণ না দিতে ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে ব্যর্থ হওয়া, পর পর দুই বছর লভ্যাংশ না দেওয়া, ছয় মাসের বেশি সময় ধরে বন্ধ থাকা এবং সম্পদের চেয়ে দায় বেশি থাকা ইত্যাদি কারণে সংশ্লিষ্ট কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করার নির্দেশ দিয়েছিল বিএসইসি। এর আলোকে আলোচিত কোম্পানিগুলোর বিষয়ে ব্যবস্থা নিয়েছে স্টক এক্সচেঞ্জ।
বিজনেস আওয়ার/২৬ সেপ্টেম্বর/ এ এইচ