স্পোর্টস ডেস্ক: কানপুর টেস্টে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর খেলা শুরু হচ্ছে। এরই মধ্যে টস হয়েছে। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। অর্থাৎ বাংলাদেশ প্রথমে ব্যাট করবে।
পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে ভারতে পা রেখেছিল বাংলাদেশ। কিন্তু নাজমুল হোসেন শান্তর দল ভারতের বিপক্ষে প্রথম টেস্টে দাঁড়াতে পারেনি। ২৮০ রানের বিশাল ব্যবধানে হার সঙ্গী হয় তাদের।
বাংলাদেশ এর আগে কখনই ভারতের বিপক্ষে টেস্ট জিততে পারেনি। পাকিস্তানেও অবশ্য এমন নেতিবাচক রেকর্ডই ছিল। সেটা বদলেছে শান্ত বাহিনী।
বাংলাদেশ একাদশ-
জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ।
ভারতের একাদশ-
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ।
বিজনেস আওয়ার/সেপ্টেম্বর ২৭/ রানা