স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। টেম্বা বাভুমার নেতৃত্বে ২ টেস্টের সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে প্রোটিয়ারা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়া সিরিজে ৩ স্পিনারকে দলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের কন্ডিশনকে বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত যে তাদের, এটা আর না বললেও চলে।
কন্ডিশন মাথায় রেখেই দেড় বছর আগে সর্বশেষ টেস্ট খেলা সেনুরান মুথুসামিকে দলে ডেকেছে তারা। সর্বশেষ ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছেন ৩ টেস্ট খেলা বাঁহাতি স্পিনার। ব্যাট হাতেও বেশ কার্যকর ৩০ বছর বয়সী অলরাউন্ডার। তার সঙ্গে দলে আছেন অফ স্পিনার ডেন পিয়েট। আর স্পিন বোলিংয়ে নেতৃত্ব দিবেন যথারীতি কেশব মহারাজ।
অন্যদিকে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে প্রথমবার জাতীয় দলে ডাক পেলেও অভিষেকের সুযোগ না পাওয়া ব্যাটার ম্যাথু ব্রিটস্কিও আছেন স্কোয়াডে। পেস বোলিংয়ে কাগিসো রাবাদাকে সঙ্গ দিবেন নান্দ্রে বার্গার, ডেন প্যাটারসন এবং উইয়ান মুল্ডার। ব্যাটিংয়ে আছেন এইডেন মাক্রাম, ত্রিস্তান স্তাবস, টনি দি জর্জি, রায়ান রিকেলটন ও কাইল ভেরেইনিরা।
আগামী ২১ অক্টোবর শুরু হবে টেস্ট সিরিজ। সিরিজটি খেলতে দক্ষিণ আফ্রিকা আসবে কি না, তা নিয়ে একটা শঙ্কা ছিল। আজ অবশ্য সেই শঙ্কাও উড়িয়ে দিয়ে ১৬ অক্টোবর বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। সিরিজ হচ্ছে বলে দুই ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন লাল বলের কোচ শুকরি কনরাড। তিনি বলেছেন, ‘সিরিজটি হচ্ছে এটা নিশ্চিত করার জন্য প্রথমে দুই ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ।
এরপর বাংলাদেশে খেলা কতটা চ্যালেঞ্জের সেটাও জানিয়েছেন কনরাড। দক্ষিণ আফ্রিকার কোচ বলেছেন, ‘বাংলাদেশ সফর সব সময়ই কঠিন। ঘরের মাঠে তারা ভীতিজাগানিয়া দল। আমাদের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে।’
দক্ষিণ আফ্রিকার টেস্ট দল-
টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, ম্যাথু ব্রিটস্কি, নান্দ্রে বার্গার, টোনি ডি জর্জি, কেশব মহারাজ, এইডেন মাক্রাম, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, ডেন প্যাটারসন, ডেন পিয়েট, কাগিসো রাবাদা, ত্রিস্তান স্তাবস, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনি।
বিজনেস আওয়ার/ ৩০ সেপ্টেম্বর / রানা