ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আমি ধীরে চলো নীতিতে বিশ্বাসী আইশা…

  • পোস্ট হয়েছে : ১১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
  • 71

বিনোদন ডেস্ক: বাংলাদেশ সার্টিফিকেশন বোর্ডে দেখা প্রথম ছবি বিপ্লব হায়দারের ‘ভয়াল’। ‘এ’ গ্রেডে ছাড়পত্র পেয়েছে ছবিটি। এর প্রধান চরিত্রের অভিনেত্রী আইশা খানের সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ।

উচ্ছ্বসিত আইশা

‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকশন আইন ২০২৩’-এর ৩ ধারার উপধারা(১) অনুযায়ী ১৫ সদস্যের সার্টিফিকেশন বোর্ড গঠিত হয়েছে ২২ সেপ্টেম্বর।

এই বোর্ডের সদস্যরা প্রথম ছবি দেখেছেন ৩০ সেপ্টেম্বর—বিপ্লব হায়দারের ‘ভয়াল’। ছবিটি ‘এ’ গ্রেডে ছাড়পত্রও পেয়েছে। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আইশা খান। সার্টিফিকেশন বোর্ডের দেখা প্রথম ছবির নায়িকা তিনি।

এ নিয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী। খবরটি পাওয়ার পর গতকাল বলেন, ‘দেশ এখন বিভিন্ন দিক থেকে সংস্কার হচ্ছে। অনেক দিন ধরেই চলচ্চিত্র নির্মাতা থেকে শুরু করে অভিনয়শিল্পীরা সেন্সর বোর্ড নিয়ে আপত্তি তুলেছেন। শেষ পর্যন্ত সেটা বাতিল হয়েছে।

তবে আমি কল্পনাও করিনি, সার্টিফিকেশন বোর্ডের প্রথম ছবিই হবে আমার।’ছবিটি নিয়ে আইশা খান বেশ আশাবাদী। বলেন, ‘এক গ্রামীণ কিশোরীর চরিত্রে অভিনয় করেছি। পড়াশোনার মাঝেই এক তরুণের সঙ্গে পরিচয় হয়। দুজনের সম্পর্ক যখন পরিণতির দ্বারপ্রান্তে, তখনই বাধা দেয় পরিবার। বলতে পারেন রোমান্টিক-ড্রামা ঘরানার ছবি। চলচ্চিত্রের সোনালি যুগে এ ধরনের ছবি নির্মিত হতো নিয়মিত।’

হঠাৎ অসুস্থ

সচরাচর নাকি অসুস্থ হন না আইশা। দীর্ঘ ৯ বছর পর এবার পড়লেন বিছানায়। তাও একটা-দুইটা নয়, জ্বর-ঠাণ্ডা-কাশিসহ একেবারে পাঁচ-সাতটা ব্যাধি এসে ভর করেছে তাঁর শরীরে। চিকিৎসকের সহায়তা নিয়েছেন প্রায় এক মাস ধরে। এখন খানিকটা সুস্থ। তিন মাস পর কাজে ফেরার প্রস্তুতি নিতে শুরু করেছেন। আইশা বলেন, ‘৯ বছর আগে একবার এমন অসুস্থ হয়েছিলাম। তখনো মাসখানেক বিছানায় থাকতে হয়েছিল। এবারও তাই হলো। এখন সুস্থতা অনুভব করছি বলেই আবার কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছি। ৫ অক্টোবর অমিতাভ আহমেদ রানা ভাইয়ের একটি নাটকের শুটিং করব। এতে আমার সঙ্গে অভিনয় করবেন শাশ্বত দত্ত। এর পরে আরো কয়েকটি নাটকের শুটিং করব।’

সংবাদ ও শেকড়

পরপর দুটি ছবির শুটিং শুরু করেছিলেন ‘আহত ফুলের গল্প’ অভিনেত্রী। এর মধ্যে প্রসূণ রহমানের ‘শেকড়’-এর শুটিং শেষে সম্পাদনাও হয়েছে। তবে নির্মাতা মনে করছেন আরো এক দিন শুটিং করলে ছবিটা পূর্ণতা পাবে। সে কারণে আইশাসহ অন্য অভিনেতাদের সঙ্গে যোগাযোগও করেছেন। সোহেল আরমানের ‘সংবাদ’ ছবিটির প্রথম লটের শুটিংও সম্পন্ন হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আগে। তবে বাকি অংশের শুটিং নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আইশা বলেন, ‘পরের লট কবে শুটিং হবে তা প্রযোজকের ওপর নির্ভর করছে। আমি সোহেল আরমান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি জানিয়েছেন, ডেট লক হলে আমাকে জানাবেন।’

ফিরিয়ে দিচ্ছেন প্রস্তাব

প্রসূণ রহমান ও সোহেল আরমানের ছবিতে যুক্ত হওয়ার পর আরো বেশ কিছু ছবিতে অভিনয়ের প্রস্তাব পাচ্ছেন আইশা। তবে সবটির প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন তিনি। আইশা বলেন, “সব সময় আমি ধীরে চলো নীতিতে বিশ্বাস করি। আগে ‘ভয়াল’, ‘সংবাদ’ ও ‘শেকড়’ ছবিগুলোর ফলাফল দেখতে চাই। তিনটি ছবি তিন ধরনের। ‘ভয়াল’ দেশের সাধারণ দর্শকদের জন্য তৈরি, বলতে পারেন পরিপূর্ণ বাণিজ্যিক ছবি। ‘সংবাদ’-এর গল্প আবার অন্য রকম। ‘শেকড়’ তৈরি হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবকে কেন্দ্র করে। দেখতে চাই দর্শক-সমালোচক আমাকে কোন ছবিতে কেমন গ্রহণ করে। সেটা দেখার পর নতুন ছবি হাতে নেব।’

বিজ্ঞাপনে নেই তিন বছর

বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন আইশা। তবে ২০২১ সালের পর আর কোনো বিজ্ঞাপনে দেখা যায়নি তাঁকে। ইচ্ছা করেই এই অঙ্গন থেকে দূরে আছেন বলে জানিয়েছেন তিনি। বলেন, ‘মাঝখানে এত বিজ্ঞাপন করেছি যে নিজেরই বিরক্ত লাগত। মনে হলো দর্শক বিরক্ত হওয়ার আগেই আমার বিরতি নেওয়া উচিত। সেটাই করেছি। এখন নাটকে অভিনয় করছি নিয়মিত। যখন মনে হবে এটাও বেশি বেশি হচ্ছে, এখান থেকেও ছোট্ট বিরতি নেব।’

রাখতে পারেননি কথা

আইশা জানিয়েছিলেন, ২০২৪ সালে ওটিটি প্ল্যাটফরমে আর কাজ করবেন না। তবে সেই কথা রাখতে পারেননি। অনেকটা লোভে পড়ে একটা কাজ করেছেন। তবে সেটার নির্মাতা, সহশিল্পী ও প্ল্যাটফরম সম্পর্কে বলতে চান না। কাজটি করার কারণ হিসেবে বলেন, ‘নির্মাতা আমার খুব পছন্দের। তার ওপর গল্পটা শোনার পর লোভ সামলাতে পারিনি। এ মাসেই কাজটি মুক্তি পাবে। তখন আলাদা করে আরেকটা আলোচনা করতে চাই সবার সঙ্গে।’

বিজনেস আওয়ার/ ০২ অক্টোবর / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আমি ধীরে চলো নীতিতে বিশ্বাসী আইশা…

পোস্ট হয়েছে : ১১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪

বিনোদন ডেস্ক: বাংলাদেশ সার্টিফিকেশন বোর্ডে দেখা প্রথম ছবি বিপ্লব হায়দারের ‘ভয়াল’। ‘এ’ গ্রেডে ছাড়পত্র পেয়েছে ছবিটি। এর প্রধান চরিত্রের অভিনেত্রী আইশা খানের সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ।

উচ্ছ্বসিত আইশা

‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকশন আইন ২০২৩’-এর ৩ ধারার উপধারা(১) অনুযায়ী ১৫ সদস্যের সার্টিফিকেশন বোর্ড গঠিত হয়েছে ২২ সেপ্টেম্বর।

এই বোর্ডের সদস্যরা প্রথম ছবি দেখেছেন ৩০ সেপ্টেম্বর—বিপ্লব হায়দারের ‘ভয়াল’। ছবিটি ‘এ’ গ্রেডে ছাড়পত্রও পেয়েছে। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আইশা খান। সার্টিফিকেশন বোর্ডের দেখা প্রথম ছবির নায়িকা তিনি।

এ নিয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী। খবরটি পাওয়ার পর গতকাল বলেন, ‘দেশ এখন বিভিন্ন দিক থেকে সংস্কার হচ্ছে। অনেক দিন ধরেই চলচ্চিত্র নির্মাতা থেকে শুরু করে অভিনয়শিল্পীরা সেন্সর বোর্ড নিয়ে আপত্তি তুলেছেন। শেষ পর্যন্ত সেটা বাতিল হয়েছে।

তবে আমি কল্পনাও করিনি, সার্টিফিকেশন বোর্ডের প্রথম ছবিই হবে আমার।’ছবিটি নিয়ে আইশা খান বেশ আশাবাদী। বলেন, ‘এক গ্রামীণ কিশোরীর চরিত্রে অভিনয় করেছি। পড়াশোনার মাঝেই এক তরুণের সঙ্গে পরিচয় হয়। দুজনের সম্পর্ক যখন পরিণতির দ্বারপ্রান্তে, তখনই বাধা দেয় পরিবার। বলতে পারেন রোমান্টিক-ড্রামা ঘরানার ছবি। চলচ্চিত্রের সোনালি যুগে এ ধরনের ছবি নির্মিত হতো নিয়মিত।’

হঠাৎ অসুস্থ

সচরাচর নাকি অসুস্থ হন না আইশা। দীর্ঘ ৯ বছর পর এবার পড়লেন বিছানায়। তাও একটা-দুইটা নয়, জ্বর-ঠাণ্ডা-কাশিসহ একেবারে পাঁচ-সাতটা ব্যাধি এসে ভর করেছে তাঁর শরীরে। চিকিৎসকের সহায়তা নিয়েছেন প্রায় এক মাস ধরে। এখন খানিকটা সুস্থ। তিন মাস পর কাজে ফেরার প্রস্তুতি নিতে শুরু করেছেন। আইশা বলেন, ‘৯ বছর আগে একবার এমন অসুস্থ হয়েছিলাম। তখনো মাসখানেক বিছানায় থাকতে হয়েছিল। এবারও তাই হলো। এখন সুস্থতা অনুভব করছি বলেই আবার কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছি। ৫ অক্টোবর অমিতাভ আহমেদ রানা ভাইয়ের একটি নাটকের শুটিং করব। এতে আমার সঙ্গে অভিনয় করবেন শাশ্বত দত্ত। এর পরে আরো কয়েকটি নাটকের শুটিং করব।’

সংবাদ ও শেকড়

পরপর দুটি ছবির শুটিং শুরু করেছিলেন ‘আহত ফুলের গল্প’ অভিনেত্রী। এর মধ্যে প্রসূণ রহমানের ‘শেকড়’-এর শুটিং শেষে সম্পাদনাও হয়েছে। তবে নির্মাতা মনে করছেন আরো এক দিন শুটিং করলে ছবিটা পূর্ণতা পাবে। সে কারণে আইশাসহ অন্য অভিনেতাদের সঙ্গে যোগাযোগও করেছেন। সোহেল আরমানের ‘সংবাদ’ ছবিটির প্রথম লটের শুটিংও সম্পন্ন হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আগে। তবে বাকি অংশের শুটিং নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আইশা বলেন, ‘পরের লট কবে শুটিং হবে তা প্রযোজকের ওপর নির্ভর করছে। আমি সোহেল আরমান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি জানিয়েছেন, ডেট লক হলে আমাকে জানাবেন।’

ফিরিয়ে দিচ্ছেন প্রস্তাব

প্রসূণ রহমান ও সোহেল আরমানের ছবিতে যুক্ত হওয়ার পর আরো বেশ কিছু ছবিতে অভিনয়ের প্রস্তাব পাচ্ছেন আইশা। তবে সবটির প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন তিনি। আইশা বলেন, “সব সময় আমি ধীরে চলো নীতিতে বিশ্বাস করি। আগে ‘ভয়াল’, ‘সংবাদ’ ও ‘শেকড়’ ছবিগুলোর ফলাফল দেখতে চাই। তিনটি ছবি তিন ধরনের। ‘ভয়াল’ দেশের সাধারণ দর্শকদের জন্য তৈরি, বলতে পারেন পরিপূর্ণ বাণিজ্যিক ছবি। ‘সংবাদ’-এর গল্প আবার অন্য রকম। ‘শেকড়’ তৈরি হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবকে কেন্দ্র করে। দেখতে চাই দর্শক-সমালোচক আমাকে কোন ছবিতে কেমন গ্রহণ করে। সেটা দেখার পর নতুন ছবি হাতে নেব।’

বিজ্ঞাপনে নেই তিন বছর

বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন আইশা। তবে ২০২১ সালের পর আর কোনো বিজ্ঞাপনে দেখা যায়নি তাঁকে। ইচ্ছা করেই এই অঙ্গন থেকে দূরে আছেন বলে জানিয়েছেন তিনি। বলেন, ‘মাঝখানে এত বিজ্ঞাপন করেছি যে নিজেরই বিরক্ত লাগত। মনে হলো দর্শক বিরক্ত হওয়ার আগেই আমার বিরতি নেওয়া উচিত। সেটাই করেছি। এখন নাটকে অভিনয় করছি নিয়মিত। যখন মনে হবে এটাও বেশি বেশি হচ্ছে, এখান থেকেও ছোট্ট বিরতি নেব।’

রাখতে পারেননি কথা

আইশা জানিয়েছিলেন, ২০২৪ সালে ওটিটি প্ল্যাটফরমে আর কাজ করবেন না। তবে সেই কথা রাখতে পারেননি। অনেকটা লোভে পড়ে একটা কাজ করেছেন। তবে সেটার নির্মাতা, সহশিল্পী ও প্ল্যাটফরম সম্পর্কে বলতে চান না। কাজটি করার কারণ হিসেবে বলেন, ‘নির্মাতা আমার খুব পছন্দের। তার ওপর গল্পটা শোনার পর লোভ সামলাতে পারিনি। এ মাসেই কাজটি মুক্তি পাবে। তখন আলাদা করে আরেকটা আলোচনা করতে চাই সবার সঙ্গে।’

বিজনেস আওয়ার/ ০২ অক্টোবর / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: