ঢাকা , বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারের সময়ের লেনদেনের সর্বনিম্ন রেকর্ড

  • পোস্ট হয়েছে : ২ ঘন্টা আগে
  • 9

বিজনেস আওয়ার প্রতিবেদক: অন্তবর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর দেশের ১১ আগস্ট প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বোচ্চ লেনদেন হয়েছিল ২ হাজার ১০ কোটি টাকা। ওইদিন ডিএসইর সূচক বেড়েছিল ৯১ পয়েন্ট।

এরপর ১৮ আগস্ট ডিএসইর লেনদেন নেমে আসে ৪৮০ কোটি ৮৯ লাখ টাকায়। আর আজ ডিএসইর লেনদেন আরও কমে দাঁড়িয়েছে ৩৮৯ কোটি ৪৭ লাখ টাকায়। এই লেনদেন অন্তবর্তী সরকারের সময়ে ডিএসইর সর্বনিম্ন লেনদেন।

তবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময়ে লেনদেন আরও তলানিতে নেমেছিল। শেখ হাসিনার সর্বশেষ কর্মদিবস ০৪ আগস্ট রোববার ডিএসইর লেনদেন নেমেছিল ২০৭ কোটি ৮৩ লাখ টাকায়।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজার সংস্কারে রোডম্যাপ ঠিক করতে নিয়েন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আগেরদিন সোমবার শেয়ারবাজারের মার্কেট মেকারের নিয়ে বৈঠকে বসেছিল। যেখানে উপস্থিত ছিল ডিএসই, সিএসই, সিডিবিএল, মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে শীষ নির্বাহীরা।

এতো বড় গুরুত্বপূর্ণ বৈঠকের দিনেও শেয়ারবাজারে বড় পতন হয়েছে। এদিন ডিএসইর সূচক কমেছে প্রায় ৩৪ পয়েন্ট।

আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো বিএসইসি বৈঠকে বসেছে ব্রোকার অ্যাসোসিয়েশন, মার্চেন্ট ব্যাংকসহ অন্যান্য সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে। যারা শেয়ারবাজারের অন্যতম মার্কেট মেকার।

কিন্তু আজও শেয়ারবাজারে পতন হয়েছে। এদিন শুরুতে ডিএসইর সূচক ৪১ পয়েন্ট বেড়ে লেনদেন হলেও শেষবেলা সেল প্রেসারে সূচকের পতন হয়েছে ৩৮ পয়েন্টের বেশি। যা সত্যি অস্বাভাবিক।

আবদুর রহমান নামের এক প্রবীণ বিনিয়োগকারী বলেন, ‘এটাতো যেন রোম পুড়ে যাচ্ছে, নীরুর বাঁশি বাজানোর গল্পের মতো। পতনে শেয়ারবাজার ছারখার হয়ে যাচ্ছে। মার্কেট মেকাররা শীতাতাপ নিয়ন্তিত কক্ষে খোশগল্পে মত্ত। ’

মঙ্গলবারের বাজার পর্যালোচনা

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৮.২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৮৬ পয়েন্টে। আগেরদিন ডিএসইর কমেছিল ৩৪.৬২ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৩৮৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫০৩ কোটি ৯০ লাখ টাকার। আজ লেনদেন কমেছে ১১৪ কোটি ৪৩ লাখ টাকার বা ২৩ শতাংশ।

ডিএসইতে আজ লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০৫টির বা ২৬.৪৪ শতাংশের, কমেছে ২৪৪টির বা ৬১.৪৬ শতাংশের এবং দর পরিবর্তন হয়নি ৪৮টির বা ১২.০৯ শতাংশের।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৫ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬১টির, কমেছে ১২২টির এবং পরিবর্তন হয়নি ২৭টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৮৮ পয়েন্টে।

বিজনেস আওয়ার/ ০২ অক্টোবর / এ এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

অন্তর্বর্তী সরকারের সময়ের লেনদেনের সর্বনিম্ন রেকর্ড

পোস্ট হয়েছে : ২ ঘন্টা আগে

বিজনেস আওয়ার প্রতিবেদক: অন্তবর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর দেশের ১১ আগস্ট প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বোচ্চ লেনদেন হয়েছিল ২ হাজার ১০ কোটি টাকা। ওইদিন ডিএসইর সূচক বেড়েছিল ৯১ পয়েন্ট।

এরপর ১৮ আগস্ট ডিএসইর লেনদেন নেমে আসে ৪৮০ কোটি ৮৯ লাখ টাকায়। আর আজ ডিএসইর লেনদেন আরও কমে দাঁড়িয়েছে ৩৮৯ কোটি ৪৭ লাখ টাকায়। এই লেনদেন অন্তবর্তী সরকারের সময়ে ডিএসইর সর্বনিম্ন লেনদেন।

তবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময়ে লেনদেন আরও তলানিতে নেমেছিল। শেখ হাসিনার সর্বশেষ কর্মদিবস ০৪ আগস্ট রোববার ডিএসইর লেনদেন নেমেছিল ২০৭ কোটি ৮৩ লাখ টাকায়।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজার সংস্কারে রোডম্যাপ ঠিক করতে নিয়েন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আগেরদিন সোমবার শেয়ারবাজারের মার্কেট মেকারের নিয়ে বৈঠকে বসেছিল। যেখানে উপস্থিত ছিল ডিএসই, সিএসই, সিডিবিএল, মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে শীষ নির্বাহীরা।

এতো বড় গুরুত্বপূর্ণ বৈঠকের দিনেও শেয়ারবাজারে বড় পতন হয়েছে। এদিন ডিএসইর সূচক কমেছে প্রায় ৩৪ পয়েন্ট।

আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো বিএসইসি বৈঠকে বসেছে ব্রোকার অ্যাসোসিয়েশন, মার্চেন্ট ব্যাংকসহ অন্যান্য সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে। যারা শেয়ারবাজারের অন্যতম মার্কেট মেকার।

কিন্তু আজও শেয়ারবাজারে পতন হয়েছে। এদিন শুরুতে ডিএসইর সূচক ৪১ পয়েন্ট বেড়ে লেনদেন হলেও শেষবেলা সেল প্রেসারে সূচকের পতন হয়েছে ৩৮ পয়েন্টের বেশি। যা সত্যি অস্বাভাবিক।

আবদুর রহমান নামের এক প্রবীণ বিনিয়োগকারী বলেন, ‘এটাতো যেন রোম পুড়ে যাচ্ছে, নীরুর বাঁশি বাজানোর গল্পের মতো। পতনে শেয়ারবাজার ছারখার হয়ে যাচ্ছে। মার্কেট মেকাররা শীতাতাপ নিয়ন্তিত কক্ষে খোশগল্পে মত্ত। ’

মঙ্গলবারের বাজার পর্যালোচনা

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৮.২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৮৬ পয়েন্টে। আগেরদিন ডিএসইর কমেছিল ৩৪.৬২ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৩৮৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫০৩ কোটি ৯০ লাখ টাকার। আজ লেনদেন কমেছে ১১৪ কোটি ৪৩ লাখ টাকার বা ২৩ শতাংশ।

ডিএসইতে আজ লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০৫টির বা ২৬.৪৪ শতাংশের, কমেছে ২৪৪টির বা ৬১.৪৬ শতাংশের এবং দর পরিবর্তন হয়নি ৪৮টির বা ১২.০৯ শতাংশের।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৫ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬১টির, কমেছে ১২২টির এবং পরিবর্তন হয়নি ২৭টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৮৮ পয়েন্টে।

বিজনেস আওয়ার/ ০২ অক্টোবর / এ এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: