বিনোদন ডেস্ক: বেশ কয়েক বছর ধরেই অভিনয় করতে দেখা যায় না অভিনেত্রী সোহানা সাবাকে। পালিয়ে যাওয়া স্বৈরশাসকের পতনের আগে ‘আলো আসবেই’ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপে সরব ছিলেন তিনি। এ ছাড়া আওয়ামী লীগের হয়ে সংরক্ষিত নারী আসনেরও চেষ্টা করেছিলেন এই অভিনেত্রী। কিন্তু ভাগ্যের শিকে ছেড়েনি তার।
তবে লীগ সরকারের পতন হলেও আলোচনায় থাকতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন অভিনেত্রী সোহানা সাবা। তার সেসব স্ট্যাটাস, ভাবনা, মন্তব্য নিয়ে গণমাধ্যমেও বিভিন্ন শিরোনামে সংবাদ প্রচারিত হচ্ছে। বিষয়টি মোটেও ভালোভাবে নিচ্ছেন না এই অভিনেত্রী।
যে কারণে বুধবার (২ অক্টোবর) নিজের ফেসবুক প্রফাইল থেকে দেওয়া এক স্ট্যাটাসের কমেন্টে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে সাবা বলেছেন, ‘আমার ফেসবুকের স্টেটমেন্ট কোনো পারমিশন ছাড়া পত্রিকায় বা অনলাইনে নিউজ করবেন না।
সোহানা সাবা আরো বলেন, ‘এটা আমার ব্যক্তিগত প্রফাইল। এখানে আমি যা লিখব তাই যদি নিউজ করে চলতে হয় আপনাদের, তবে বুঝে নেন আপনাদের কী বেহাল অবস্থা!’
এরপর নিজের ফ্রেন্ডলিস্ট থেকে অনেক সাংবাদিককে ছেঁটে ফেলেছেন উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘আমার জানা মতে ২-৩ জন মিডিয়াকর্মী বাদে সবাই প্রফাইলের ফ্রেন্ডলিস্ট থেকে ডিলিট করেছি বা করব। আপনারাও সবাই মিলে আমাকে বয়কট করুন। নিজেদের এতটুকু আত্মসম্মানবোধ আপনাদের থাকা উচিত!’
এর আগে সেই স্ট্যাটাসে পূজামণ্ডপের কয়েকটি ছবি প্রকাশ করে সোহানা সাবা লেখেন, ‘আমার বড় খালামণির বাড়ি ঢাকেশ্বরী মন্দিরের পাশেই।
প্রতিবছর পূজাতে আমরা সব কাজিন মিলে মন্দিরে গিয়ে নাচ করি, প্রসাদ খাই। বাড়িতে ফিরে নামাজ-রোজা মিস হয়নি কারোরই।’
তবে এবার আর পূজায় যাবেন না উল্লেখ করে অভিনেত্রী লেখেন, ‘এ বছর যাব না। আর কোনো দিনই যাব না হয়তো। আমার মুসলিম ভাইরা মন দিয়ে পাহারায় বসেছে দেখে গর্বে বুকটা ভরে গেছে, সে কারণেই। ভালো থাকবেন আপনারা সবাই। সব বাংলাদেশের মানুষরা…।’
বিজনেস আওয়ার/ ০২ অক্টোবর / রানা