বিজনেস আওয়ার প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত জেমিনি সী ফুডের রাইট শেয়ার ইস্যুতে অসম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ঢাকা স্টক এক্সচেঞ্চ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছিল বিএসইসি সেই আবেদনে সম্মতি দেইনি। এতে করে বাতিল হয়ে গেল জেমিনি সী ফুডের রাইট ইস্যু।
কোম্পানিটি শেয়ারবাজারের মাধ্যমে ১টি সাধারন শেয়ারের বিপরীতে ২টি রাইট শেয়ার ইস্যু করতে চেয়েছিল। এক্ষেত্রে প্রতিটি শেয়ার ৬০ টাকা করে (প্রিমিয়াম ৫০ টাকা) ইস্যু করতে চেয়েছিল। যা সমাপ্ত অর্থবছরে ঘোষিত ৭৫ শতাংশ বোনাসকে বিবেচনায় নিয়ে ইস্যু করতে চেয়েছিল।
রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে বিদ্যমান সক্ষমতা বৃদ্ধি, চলতি মূলধন ও ঋণ পারিশোধ করতে চেয়েছিল জেমিনি। এলক্ষ্যে গত ১৭ এপ্রিল বিশেষ সাধারন সভা (ইজিএম) করেছে।
বিজনেস আওয়ার/ ০৩ অক্টোবর / এ এইচ