ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েলি হামলায় লেবানন থেকে বের হওয়ার রাস্তা ক্ষতিগ্রস্ত

  • পোস্ট হয়েছে : ০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
  • 56

বিজনেস আওয়ার ডেস্ক: ইসরায়েলি হামলায় লেবানন থেকে পালানোর জন্য ব্যবহৃত রাস্তা বন্ধ হয়ে গেছে। দেশটির পরিবহন মন্ত্রী আলী হামিহ রয়টার্সকে বলেছেন, সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি বোমা হামলা থেকে পালিয়ে যাওয়ার জন্য কয়েক হাজার লেবানিজ এই রাস্তাটি ব্যবহার করত।

রাস্তাটি সিরিয়ার সঙ্গে লেবাননের মাসনা সীমান্তের কাছে অবস্থিত। শুক্রবার একটি ইসরায়েলি হামলায় রাস্তাটি বন্ধ হয়ে যায়।

হামিহ বলেন, হামলাটি সীমান্ত ক্রসিংয়ের কাছে লেবাননের ভূখণ্ডে আঘাত হানে। এর ফরে চার মিটার (১২ ফুট) প্রশস্ত গর্ত তৈরি হয়েছে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একজন সামরিক মুখপাত্র বৃহস্পতিবার ইরান-সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লেবাননে সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য ক্রসিং ব্যবহার করার অভিযোগ করেছিলেন। আইডিএফ মুখপাত্র আভিচায় আদ্রেই এক্স-কে বলেছেন, আমরা এই অস্ত্রের চোরাচালানের অনুমতি দেবে না।

লেবাননের সরকারি পরিসংখ্যান অনুসারে, ইসরায়েলি বোমা হামলা থেকে বাঁচতে গত ১০ দিনে ৩ লাখের বেশি মানষি লেবানন থেকে সিরিয়ায় প্রবেশ করেছে। শুক্রবার ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের আরো ২০টিরও বেশি দক্ষিণ শহরের বাসিন্দাদের অবিলম্বে সরে যেতে বলেছে।

লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। রাতভর শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে বৈরুত।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বোমা হামলায় আরো ৩৭ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো দেড় শতাধিক মানুষ। দেশটিতে গত কয়েক দিনে ইসরায়েলি বোমা হামলায় এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। হাজার হাজার মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে অন্য জায়গায় চলে যেতে বাধ্য হয়েছেন। পরিচয় গোপন রাখার শর্তে হিজবুল্লাহর সূত্রটি বলেছে, দক্ষিণাঞ্চলের উপকণ্ঠে ১১ বার ধারাবাহিকভাবে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

এদিকে লেবাননের রাজধানী বৈরুতে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একটি গোয়েন্দা সদর দপ্তরে হামলা করার দাবি করেছে ইসরায়েল। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এমন দাবি করা হয়।

গতকাল ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, লেবাননের বৈরুতে হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে তারা। বলা হচ্ছে, হামলার লক্ষ্য ছিলেন হিজবুল্লাহ নেতা হাশেম সাফিয়েদ্দিন। এক সপ্তাহ আগে নিহত হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সাফিয়েদ্দিনকে বিবেচনা করা হয়। তবে এ ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনী কিছু জানায়নি।

হিজবুল্লাহর বিরুদ্ধে কয়েক দিন ধরে ব্যাপক বোমা হামলা চালায় ইসরায়েল। এরপর হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা লেবাননের দক্ষিণাঞ্চলের কিছু অংশে ‘স্থল অভিযান’ শুরু করেছে তারা।

সূত্র : রয়টার্স

বিজনেস আওয়ার/ ০৪ অক্টোবর / হাসান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ইসরায়েলি হামলায় লেবানন থেকে বের হওয়ার রাস্তা ক্ষতিগ্রস্ত

পোস্ট হয়েছে : ০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪

বিজনেস আওয়ার ডেস্ক: ইসরায়েলি হামলায় লেবানন থেকে পালানোর জন্য ব্যবহৃত রাস্তা বন্ধ হয়ে গেছে। দেশটির পরিবহন মন্ত্রী আলী হামিহ রয়টার্সকে বলেছেন, সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি বোমা হামলা থেকে পালিয়ে যাওয়ার জন্য কয়েক হাজার লেবানিজ এই রাস্তাটি ব্যবহার করত।

রাস্তাটি সিরিয়ার সঙ্গে লেবাননের মাসনা সীমান্তের কাছে অবস্থিত। শুক্রবার একটি ইসরায়েলি হামলায় রাস্তাটি বন্ধ হয়ে যায়।

হামিহ বলেন, হামলাটি সীমান্ত ক্রসিংয়ের কাছে লেবাননের ভূখণ্ডে আঘাত হানে। এর ফরে চার মিটার (১২ ফুট) প্রশস্ত গর্ত তৈরি হয়েছে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একজন সামরিক মুখপাত্র বৃহস্পতিবার ইরান-সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লেবাননে সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য ক্রসিং ব্যবহার করার অভিযোগ করেছিলেন। আইডিএফ মুখপাত্র আভিচায় আদ্রেই এক্স-কে বলেছেন, আমরা এই অস্ত্রের চোরাচালানের অনুমতি দেবে না।

লেবাননের সরকারি পরিসংখ্যান অনুসারে, ইসরায়েলি বোমা হামলা থেকে বাঁচতে গত ১০ দিনে ৩ লাখের বেশি মানষি লেবানন থেকে সিরিয়ায় প্রবেশ করেছে। শুক্রবার ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের আরো ২০টিরও বেশি দক্ষিণ শহরের বাসিন্দাদের অবিলম্বে সরে যেতে বলেছে।

লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। রাতভর শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে বৈরুত।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বোমা হামলায় আরো ৩৭ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো দেড় শতাধিক মানুষ। দেশটিতে গত কয়েক দিনে ইসরায়েলি বোমা হামলায় এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। হাজার হাজার মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে অন্য জায়গায় চলে যেতে বাধ্য হয়েছেন। পরিচয় গোপন রাখার শর্তে হিজবুল্লাহর সূত্রটি বলেছে, দক্ষিণাঞ্চলের উপকণ্ঠে ১১ বার ধারাবাহিকভাবে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

এদিকে লেবাননের রাজধানী বৈরুতে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একটি গোয়েন্দা সদর দপ্তরে হামলা করার দাবি করেছে ইসরায়েল। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এমন দাবি করা হয়।

গতকাল ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, লেবাননের বৈরুতে হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে তারা। বলা হচ্ছে, হামলার লক্ষ্য ছিলেন হিজবুল্লাহ নেতা হাশেম সাফিয়েদ্দিন। এক সপ্তাহ আগে নিহত হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সাফিয়েদ্দিনকে বিবেচনা করা হয়। তবে এ ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনী কিছু জানায়নি।

হিজবুল্লাহর বিরুদ্ধে কয়েক দিন ধরে ব্যাপক বোমা হামলা চালায় ইসরায়েল। এরপর হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা লেবাননের দক্ষিণাঞ্চলের কিছু অংশে ‘স্থল অভিযান’ শুরু করেছে তারা।

সূত্র : রয়টার্স

বিজনেস আওয়ার/ ০৪ অক্টোবর / হাসান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: