বিনোদন ডেস্ক: দেশের চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ ও প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক চলচ্চিত্র সাংবাদিক ফজলুল হকের স্মরণে প্রতি বছর দেওয়া হয় ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’। এবছর এ পুরস্কার পাচ্ছেন চলচ্চিত্র নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। চলচ্চিত্র সাংবাদিকতায় এ পুরস্কার পাচ্ছেন আলাউদ্দীন মাজিদ।
ফজলুল হক স্মৃতি কমিটির সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম বলেন, আগামী ২৬ অক্টোবর ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার-২০২৪’ প্রদান করা হবে।
পুরস্কার হিসেবে আছে অর্থমূল্য, সম্মাননা পত্র ও ক্রেস্ট। প্রয়াত ফজলুল হক স্মরণে ২০০৪ সাল থেকে এ পুরস্কার প্রবর্তন করেন বিশিষ্ট কথাশিল্পী রাবেয়া খাতুন। এরই মধ্যে ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ পেয়েছেন- সাইদুল আনাম টুটুল এবং ফজল শাহাবুদ্দিন, চাষী নজরুল ইসলাম ও আহমদ জামান চৌধুরী, হুমায়ূন আহমেদ ও রফিকুজ্জামান, সুভাষ দত্ত ও হীরেন দে, গোলাম রাব্বানী বিপ্লব ও আবদুর রহমান, আমজাদ হোসেন ও সৈয়দ শামসুল হক, মোরশেদুল ইসলাম ও চিন্ময় মুৎসুদ্দী, ই আর খান ও অনুপম হায়াৎ, নাসিরউদ্দিন ইউসুফ ও গোলাম সারোয়ার প্রমুখ।
বিজনেস আওয়ার/ ০৪ অক্টোবর / রানা