ঢাকা , রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

৩ শ্রেণির দম্পতির গল্প নিয়ে ‘ত্রিভুজ’

  • পোস্ট হয়েছে : ৩ ঘন্টা আগে
  • 30

বিনোদন ডেস্ক: গল্পটা তিনটি পরিবারকে নিয়ে। ঢাকা শহরেই তাদের বাস। তিন জগতের এই তিন শ্রেণির মানুষের জীবন আলাদা। কিন্তু একটি দুর্ঘটনা তিন শ্রেণিকে করিয়ে দেয় মুখোমুখি।

তাদের গল্প নিয়েই নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘ত্রিভুজ’। আলোক হাসানের পরিচালনায় ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়, আনিকা কবির শখ, ইমতিয়াজ বর্ষণ, ফারিন খান, সোহেল মণ্ডল, মৌসুমি মৌ। গল্প প্রসঙ্গে পরিচালক জানান, রাতের অন্ধকারে বেশ ফাঁকা রাস্তার বুক চিড়ে তীব্র গতিতে এগিয়ে আসছে টিনার দামি গাড়িটা। টিনার দৃষ্টি মাঝেমধ্যে ঘোলাটে হয়ে যাচ্ছে।

তিন বছর আগে এই বিশেষ দিনটাতে তার আর জনির জীবনে একটা ঘটনা ঘটেছিল। তার পর থেকে তাদের এই বিশেষ দিনে একসঙ্গে এক জায়গায় যাওয়ার কথা। এক ফরেন সফটওয়্যার ডেভেলপমেন্ট কম্পানির সিইও জনি শত ব্যস্ততায় আজ দিনটি ভুলে গেছে। জনি বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে অপেক্ষার প্রহর শেষ করে, টিনা ঝগড়া করে বাড়ি ছেড়ে বের হয়ে পড়েছে, যেদিকে দুচোখ যাবে, সেখানে যাওয়ার উদ্দেশ্যে।

শপিংয়ের পর একটা রেস্টুরেন্ট থেকে মলি আর আসাদ রাতের খাবার শেষ করে বেরিয়েছে। মধ্যবিত্ত আসাদ আর মলির এই সঞ্চয়পত্রের টাকাটা নিয়ে বিশেষ একটা কাজ আছে। আজ খেতে গিয়ে সেই বাজেট বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। চম্পা আজ সকাল থেকেই সেই রেস্টুরেন্টের আশপাশে ফুল বিক্রি করছে। তার জামাই মালেক রিকশা চালায়।

এমনিতে প্রতিদিন একটা মালা সে ঘরে নিয়ে ফিরে যে যতই দাম দিতে চায় না কেন, শেষ মালাটা সে মালেকের জন্য রাখে। এটা মালেকের অনুরোধ। সে ফিরে চম্পার জন্য মালাটা কিনে। চম্পা দেখে ওই পার থেকে রিকশার টিং টিং আওয়াজ করে এগিয়ে আসতে থাকে মালেক। মালেক হেসে জানায়, সে গ্যারেজ করতে যাচ্ছে। এদিক ওদিক তাকিয়ে চম্পা দৌড় দেয় মালেকের দিকে। হুট করে ছুটে আসা টিনার গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

পরিচালনায় আলোক হাসান বলেন, “একটি দুর্ঘটনাকে ঘিরে সমাজের তিনটি স্তরের তিনটি দম্পতির নীতি, আদর্শ, নৈতিকতার মনস্তাত্ত্বিক ভেদাভেদের গল্প ‘ত্রিভুজ’। ওটিটি প্ল্যাটফরমগুলোতে সোশ্যাল ড্রামা বেইজড্ স্টোরি খুব একটা দেখা যায় না। আশা করছি থ্রিলার, মার্ডার মিস্ট্রি, রোমান্টিক ফিল্মের ভিড়ে সম্পূর্ণ সোশ্যাল ড্রামা বেইজড্ স্টোরি দীপ্ত প্লে অরিজিনাল ফিল্ম ত্রিভুজ দর্শক অনেক পছন্দ করবে।’’

বিজনেস আওয়ার/ ০৬ অক্টোবর / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

৩ শ্রেণির দম্পতির গল্প নিয়ে ‘ত্রিভুজ’

পোস্ট হয়েছে : ৩ ঘন্টা আগে

বিনোদন ডেস্ক: গল্পটা তিনটি পরিবারকে নিয়ে। ঢাকা শহরেই তাদের বাস। তিন জগতের এই তিন শ্রেণির মানুষের জীবন আলাদা। কিন্তু একটি দুর্ঘটনা তিন শ্রেণিকে করিয়ে দেয় মুখোমুখি।

তাদের গল্প নিয়েই নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘ত্রিভুজ’। আলোক হাসানের পরিচালনায় ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়, আনিকা কবির শখ, ইমতিয়াজ বর্ষণ, ফারিন খান, সোহেল মণ্ডল, মৌসুমি মৌ। গল্প প্রসঙ্গে পরিচালক জানান, রাতের অন্ধকারে বেশ ফাঁকা রাস্তার বুক চিড়ে তীব্র গতিতে এগিয়ে আসছে টিনার দামি গাড়িটা। টিনার দৃষ্টি মাঝেমধ্যে ঘোলাটে হয়ে যাচ্ছে।

তিন বছর আগে এই বিশেষ দিনটাতে তার আর জনির জীবনে একটা ঘটনা ঘটেছিল। তার পর থেকে তাদের এই বিশেষ দিনে একসঙ্গে এক জায়গায় যাওয়ার কথা। এক ফরেন সফটওয়্যার ডেভেলপমেন্ট কম্পানির সিইও জনি শত ব্যস্ততায় আজ দিনটি ভুলে গেছে। জনি বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে অপেক্ষার প্রহর শেষ করে, টিনা ঝগড়া করে বাড়ি ছেড়ে বের হয়ে পড়েছে, যেদিকে দুচোখ যাবে, সেখানে যাওয়ার উদ্দেশ্যে।

শপিংয়ের পর একটা রেস্টুরেন্ট থেকে মলি আর আসাদ রাতের খাবার শেষ করে বেরিয়েছে। মধ্যবিত্ত আসাদ আর মলির এই সঞ্চয়পত্রের টাকাটা নিয়ে বিশেষ একটা কাজ আছে। আজ খেতে গিয়ে সেই বাজেট বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। চম্পা আজ সকাল থেকেই সেই রেস্টুরেন্টের আশপাশে ফুল বিক্রি করছে। তার জামাই মালেক রিকশা চালায়।

এমনিতে প্রতিদিন একটা মালা সে ঘরে নিয়ে ফিরে যে যতই দাম দিতে চায় না কেন, শেষ মালাটা সে মালেকের জন্য রাখে। এটা মালেকের অনুরোধ। সে ফিরে চম্পার জন্য মালাটা কিনে। চম্পা দেখে ওই পার থেকে রিকশার টিং টিং আওয়াজ করে এগিয়ে আসতে থাকে মালেক। মালেক হেসে জানায়, সে গ্যারেজ করতে যাচ্ছে। এদিক ওদিক তাকিয়ে চম্পা দৌড় দেয় মালেকের দিকে। হুট করে ছুটে আসা টিনার গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

পরিচালনায় আলোক হাসান বলেন, “একটি দুর্ঘটনাকে ঘিরে সমাজের তিনটি স্তরের তিনটি দম্পতির নীতি, আদর্শ, নৈতিকতার মনস্তাত্ত্বিক ভেদাভেদের গল্প ‘ত্রিভুজ’। ওটিটি প্ল্যাটফরমগুলোতে সোশ্যাল ড্রামা বেইজড্ স্টোরি খুব একটা দেখা যায় না। আশা করছি থ্রিলার, মার্ডার মিস্ট্রি, রোমান্টিক ফিল্মের ভিড়ে সম্পূর্ণ সোশ্যাল ড্রামা বেইজড্ স্টোরি দীপ্ত প্লে অরিজিনাল ফিল্ম ত্রিভুজ দর্শক অনেক পছন্দ করবে।’’

বিজনেস আওয়ার/ ০৬ অক্টোবর / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: