বিজনেস আওয়ার২৪ প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুপডা’র ১৫ তম পুনর্মিলনী আগামী ২৪ জানুয়ারি, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। প্রতি বছরের মতো এবারও পুনর্মিলনী অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র-টিএসসিতে অনুষ্ঠিত হবে।
শুক্রবার (০৪ অক্টোবর) ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ফ্লোরে সংগঠনের নির্বাহী কমিটি ও ব্যাচ প্রতিনিধিদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় গত বছরের ন্যায় এবছরও পুনর্মিলনীর চাঁদার হার জনপ্রতি এক হাজার টাকায় বহাল রাখা হয়। রেজিস্ট্রেশনের সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয় ২০ ডিসেম্বর, ২০২৪।
সভায় ডুপডা’র সাবেক সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মিয়াজীকে আহ্বায়ক করে পুনর্মিলনী উদযাপন কমিটি, রশিদ আহমেদ মামুনকে আহ্বায়ক করে রেজিস্ট্রেশন উপ-কমিটি, মো. তহাকে আহ্বায়ক করে অর্থ উপ-কমিটি এবং অধ্যাপক জাকির হোসেন জামালকে আহ্বায়ক করে প্রকাশনা উপ-কমিটি গঠন করা হয়। অন্যান্য কমিটি পরবর্তীতে গঠন করা হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় ব্যাচ প্রতিনিধিদের নিজ নিজ ব্যাচের সদস্যদের পুনর্মিলনী অংশগ্রহণের যাবতীয় প্রক্রিয়া যথাসময়ে সম্পন্ন করার অনুরোধ করা হয়।
ডুপডা’র সভাপতি অধ্যাপক সুলতানা মুনিরা জাহান কুঁড়ির সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহফুজা রহমান চৌধুরী বাবলী।
সদস্য ও ব্যাচ প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন- আনোয়ার হোসেন খসরু, অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ, জাকিয়া আহমেদ, ব্যারিস্টার মোহাম্মদ আলী, আবদুল কাদের তালুকদার, হোসনে আরা বেগম বুলু, আশরাফুল হক মুকুল, আবদুস সাত্তার মিয়াজী, আতাউর রহমান রতন, আরিফুর রহমান,রেহেনা আক্তার ছুটি, অধ্যাপক জাকির হোসেন জামাল, আইয়ুব বাঙ্গালী, রেজাউল করিম, রশিদ আহমেদ মামুন, জেসমিন ফেরদৌস মিনি, সালেহা খাতুন স্নিগ্ধা, মো. তহা, আতিকুর রহমান লিপন, কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ বাবু, শুভ্রা দেবনাথ, মেহবুবা খান মৌরী প্রমূখ।
বিজনেস আওয়ার/ ৬ অক্টোবর ২০২৪/ এস আই