বিজনেস আওয়ার প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (০৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ২০ কোটি ২১ লাখ ৩৯ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে আট প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো- খান ব্রাদার্স, লাভেলো আইসক্রিম, অগ্নি সিস্টেমস, এনআরবিসি ব্যাংক, স্কয়ার ফার্মা, বেক্সিমকো, প্রগতি লাইফ ইন্সুরেন্স এবং ব্রাক ব্যাংক পিএলসি। আজ এই আট প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ৩২ লাখ টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খান ব্রাদার্সের। এদিন কোম্পানিটির ৫ কোটি ৯৯ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লাভেলো আইসক্রিমের ২ কোটি ৯৫ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২ কোটি ১২ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে অগ্নি সিস্টেমস।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- এনআরবিসি ব্যাংকের ১ কোটি ৫০ লাখ ৪০ হাজার টাকা, স্কয়ার ফার্মার ১ কোটি ৪১ লাখ ৭৯ হাজার টাকা, বেক্সিমকোর ১ কোটি ৪০ লাখ ৭৮ হাজার টাকা, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ১ কোটি ৬ লাখ ৩০ হাজার টাকা এবং ব্রাক ব্যাংক পিএলসির ৮৫ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/ ০৮ অক্টোবর/ এ এইচ