ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সপ্তমীতে কোন রঙের পোশাক পরবেন, সাজবেন কীভাবে?

  • পোস্ট হয়েছে : ০৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
  • 38

বিজনেস আওয়ার ডেস্ক: সপ্তমীতে পরতে পারেন দেশি কিংবা পাশ্চাত্য স্টাইলের পোষাক। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। আজ মহাসপ্তমী। পূজায় কী পোশাক পরবেন কিংবা কীভাবে সাজবেন এ নিয়ে ছোট-বড় সবার মনেই থাকে নানা জল্পনা-কল্পনা। ষষ্ঠী দিয়ে দুর্গাপূজা শুরুর পর দ্বিতীয় দিন উদযাপিত হয় সপ্তমী। আজ কীভাবে সাজবেন?

সপ্তমীতে পরতে পারেন দেশি কিংবা পাশ্চাত্য স্টাইলের পোষাক। যেহেতু এখন আবহাওয়া গরম একই সঙ্গে যখন তখন হতে পারে বৃষ্টি, তাই পোশাকের দিকে বিশেষ নজর রাখুন।

গরম থেকে বাঁচতে হালকা রঙের পোশাক পরার চেষ্টা করুন। হালকা নীল, আকাশি, সি-গ্রিন বা মভ কালারের পোশাক নির্বাচন করুন। মভ কালার এখন বেশ জনপ্রিয়। সালোয়ার কামিজ থেকে শুরু করে কুর্তি, টপস, কাফতানসহ পোশাকের তালিকায় রাখুন সাদা শাড়িসহ হালকা ছাপার সুতি শাড়ি বা একরঙা পাড়ের শাড়ি।

পুরুষরা পোশাকের তালিকায় রাখুন হালকা রঙের শার্ট, ফতুয়া, পাঞ্জাবি বা টি-শার্ট। গরমে গাঢ় রঙের পোশাক না পরে বরং হালকা রঙের প্রতি মনোযোগ দিন। তাহলে গরমেও স্বস্তিতে কাটবে দিন।

সাজবেন কীভাবে?

সপ্তমীতে একটু হালকা সাজ মানানসই। দিনের বেলায় ন্যাচারাল লুক ধরে রাখতে বিশেষ নজর দিন। এ সময় মন্দিরে যাওয়া বা পূজার অঞ্জলি দিতে যান সবাই, এ কারণে ভারি মেকআপ ধরে রাখা বেশ কষ্টকর। তাই সাজুন হালকাভাবেই।

ফুল কভারেজ ফাউন্ডেশনের বদলে বিবি বা সিসি ক্রিম ও কমপ্যাক্ট ব্যবহার করে মেকআপের বেইজ করুন। তার আগে সানস্ক্রিন মাখতে ভুলবেন না। এরপর আইব্রো সেট করে চোখে আইশ্যাডো, কাজল, আইলাইনার ও মাশকারা ব্যবহার করুন। সবশেষে দুই গালে ব্লাশন জড়িয়ে নিন হালকাভাবে।

চাইলে হাইলাইটারও ব্যবহার করতে পারেন। আপনার মুখ মেদবহুল হলে দু গালের কোণায় ও গলায় কনটোরিং করে নিতে ভুলবেন না। ঠোঁটে লাগাতে পারে ন্যুড বা হালকা গোলাপি রঙের লিপস্টিক। গরমের মধ্যে লিপগ্লস ব্যবহার না করে বরং ম্যাট লিপস্টিক ঠোঁটে লাগান। সবশেষে সেটিংস স্প্রে ব্যবহার করলে দীর্ঘক্ষণ মেকআপ ত্বকে থাকবে।

শাড়ি পরলে মানানসই টিপ পরতে পারেন। সাদা বা হালকা রঙের শাড়ির সঙ্গে পরুন লাল টিপ। পূজার এ সময় লাল টিপে আপনাকে দারুন মানাবে। বিবাহিত হলে সিঁথিতে দিন হালকা অথবা গাঢ় যেভাবে ইচ্ছে পরুন সিঁদুর।

শাড়ির সঙ্গে হালকা গয়না পরুন। আর অন্যান্য পোশাকের সঙ্গে পছন্দসই হালকা গয়না পরতে পারেন। সবশেষে ভালো মানের পারফিউম ব্যবহার করুন শরীরে। চুল বাঁধার ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকুন উৎসবের মৌসুমে। যতই ভালোভাবে আপনি সাজুন না কেন চুল ভালোভাবে বাঁধা না হলে পুরো লুকটাই নষ্ট হয়ে যাবে।

এমনভাবে চুল বাঁধুন যেন সারাদিনের জন্য বের হলেও নষ্ট না হয়। প্রয়োজনে চুল বাঁধার পর সামান্য হেয়ার স্প্রে ছড়িয়ে নিন। তাহলে দিনভর চুল সেট থাকবে। সপ্তমীর রাতের সাজে চাইলে ফুল কভারেজ ফাউন্ডেশন লাগিয়ে চড়া মেকআপ করতে পারেন। এর সঙ্গে পরুন পার্টি ওয়্যার।

বিজনেস আওয়ার/ ১০ অক্টোবর / হাসান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সপ্তমীতে কোন রঙের পোশাক পরবেন, সাজবেন কীভাবে?

পোস্ট হয়েছে : ০৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

বিজনেস আওয়ার ডেস্ক: সপ্তমীতে পরতে পারেন দেশি কিংবা পাশ্চাত্য স্টাইলের পোষাক। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। আজ মহাসপ্তমী। পূজায় কী পোশাক পরবেন কিংবা কীভাবে সাজবেন এ নিয়ে ছোট-বড় সবার মনেই থাকে নানা জল্পনা-কল্পনা। ষষ্ঠী দিয়ে দুর্গাপূজা শুরুর পর দ্বিতীয় দিন উদযাপিত হয় সপ্তমী। আজ কীভাবে সাজবেন?

সপ্তমীতে পরতে পারেন দেশি কিংবা পাশ্চাত্য স্টাইলের পোষাক। যেহেতু এখন আবহাওয়া গরম একই সঙ্গে যখন তখন হতে পারে বৃষ্টি, তাই পোশাকের দিকে বিশেষ নজর রাখুন।

গরম থেকে বাঁচতে হালকা রঙের পোশাক পরার চেষ্টা করুন। হালকা নীল, আকাশি, সি-গ্রিন বা মভ কালারের পোশাক নির্বাচন করুন। মভ কালার এখন বেশ জনপ্রিয়। সালোয়ার কামিজ থেকে শুরু করে কুর্তি, টপস, কাফতানসহ পোশাকের তালিকায় রাখুন সাদা শাড়িসহ হালকা ছাপার সুতি শাড়ি বা একরঙা পাড়ের শাড়ি।

পুরুষরা পোশাকের তালিকায় রাখুন হালকা রঙের শার্ট, ফতুয়া, পাঞ্জাবি বা টি-শার্ট। গরমে গাঢ় রঙের পোশাক না পরে বরং হালকা রঙের প্রতি মনোযোগ দিন। তাহলে গরমেও স্বস্তিতে কাটবে দিন।

সাজবেন কীভাবে?

সপ্তমীতে একটু হালকা সাজ মানানসই। দিনের বেলায় ন্যাচারাল লুক ধরে রাখতে বিশেষ নজর দিন। এ সময় মন্দিরে যাওয়া বা পূজার অঞ্জলি দিতে যান সবাই, এ কারণে ভারি মেকআপ ধরে রাখা বেশ কষ্টকর। তাই সাজুন হালকাভাবেই।

ফুল কভারেজ ফাউন্ডেশনের বদলে বিবি বা সিসি ক্রিম ও কমপ্যাক্ট ব্যবহার করে মেকআপের বেইজ করুন। তার আগে সানস্ক্রিন মাখতে ভুলবেন না। এরপর আইব্রো সেট করে চোখে আইশ্যাডো, কাজল, আইলাইনার ও মাশকারা ব্যবহার করুন। সবশেষে দুই গালে ব্লাশন জড়িয়ে নিন হালকাভাবে।

চাইলে হাইলাইটারও ব্যবহার করতে পারেন। আপনার মুখ মেদবহুল হলে দু গালের কোণায় ও গলায় কনটোরিং করে নিতে ভুলবেন না। ঠোঁটে লাগাতে পারে ন্যুড বা হালকা গোলাপি রঙের লিপস্টিক। গরমের মধ্যে লিপগ্লস ব্যবহার না করে বরং ম্যাট লিপস্টিক ঠোঁটে লাগান। সবশেষে সেটিংস স্প্রে ব্যবহার করলে দীর্ঘক্ষণ মেকআপ ত্বকে থাকবে।

শাড়ি পরলে মানানসই টিপ পরতে পারেন। সাদা বা হালকা রঙের শাড়ির সঙ্গে পরুন লাল টিপ। পূজার এ সময় লাল টিপে আপনাকে দারুন মানাবে। বিবাহিত হলে সিঁথিতে দিন হালকা অথবা গাঢ় যেভাবে ইচ্ছে পরুন সিঁদুর।

শাড়ির সঙ্গে হালকা গয়না পরুন। আর অন্যান্য পোশাকের সঙ্গে পছন্দসই হালকা গয়না পরতে পারেন। সবশেষে ভালো মানের পারফিউম ব্যবহার করুন শরীরে। চুল বাঁধার ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকুন উৎসবের মৌসুমে। যতই ভালোভাবে আপনি সাজুন না কেন চুল ভালোভাবে বাঁধা না হলে পুরো লুকটাই নষ্ট হয়ে যাবে।

এমনভাবে চুল বাঁধুন যেন সারাদিনের জন্য বের হলেও নষ্ট না হয়। প্রয়োজনে চুল বাঁধার পর সামান্য হেয়ার স্প্রে ছড়িয়ে নিন। তাহলে দিনভর চুল সেট থাকবে। সপ্তমীর রাতের সাজে চাইলে ফুল কভারেজ ফাউন্ডেশন লাগিয়ে চড়া মেকআপ করতে পারেন। এর সঙ্গে পরুন পার্টি ওয়্যার।

বিজনেস আওয়ার/ ১০ অক্টোবর / হাসান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: