ঢাকা , শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

পুঁজিবাজারের যেসব বিষয়ে বিএসইসি-ডিবিএর বৈঠক সোমবার

  • পোস্ট হয়েছে : ০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
  • 9

বিজনেস আওয়ার প্রতিবেদক: পুঁজিবাজারের বর্তমান সার্বিক পরিস্থিতি উন্নয়নে সোমবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে ব্রোকারেজ হাউজগুলোর সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সঙ্গে বৈঠক করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (১৩ অক্টোবর) ডিবিএ’র সেক্রেটারি মোঃ দিদারুল গনী অর্থসূচককে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

উক্ত বৈঠকে বিএসইসির পক্ষে চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। অন্যদিকে ডিবিএ’র সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে সংগঠনটির পর্ষদ সদস্যদের বৈঠকে উপস্থিত থাকার কথা জানিয়েছেন দিদারুল গনী।

বৈঠকের বিষয়ে বিএসইসির পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, পুঁজিবাজারের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডার ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সঙ্গে কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে সিকিউরিটিজ কমিশন ভবনের মাল্টিপারপাস হলে সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

বৈঠকের এজেন্ডা সম্পর্কে জানতে চাইলে অর্থসূচক দিদারুল গনী বলেন, নির্দিষ্ট কোন এজেন্ডা এখনো ঠিক হয় নি। তবে বৈঠকে পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। এছাড়া, যেসব দুর্বল জায়গাগুলোর জন্য বাজারের কারসাজি ও আস্থার সংকট ছিল। এখনও কেন সেসব বিষয় থেকে বেরিয়ে আসতে পারছে না, এসব বিষয়ে আলোচনা করা হবে। পাশাপাশি পুঁজিবাজার গতিশিল না হওয়ার বিভিন্ন প্রতিবন্ধকতার বিষয়ে আলোচনা করা হবে।

তিনি বলেন, বিএসইসির চলমান সংস্কার বৈঠকের অংশ এটা নয়। বিডিএ সংস্কার সংক্রান্ত বৈঠক বিএসইসির সাথে আগেই করছে। এ বৈঠকটি সম্পূর্ণ আলাদা করে হবে। বিএসইসির পক্ষ থেকে মূলত দ্বিতীয় ধাপে আমাদের সাথে বসার কথা ছিল। এর মধ্যে টাক্স ফোর্স করা হলো, আছে না অনেক পার্টিকুলার এজেন্ডা নিয়ে আমারদের একট চাওয়া ছিল। সেই অনুযায়ী আগামী বিডিএকে সময় দিয়েছে।

দিদারুল গনী আরও বলেন, বিভিন্ন সময় বাজার সংক্রান্ত যে সকল দাবি দাওয়া উঠে আসছে, প্রতিদিনই তো কিছু না কিছু চাহিদা তৈরি হয়। সব মিলিয়ে ডিবিএ’র সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে বর্তামন পরিস্থিতি বিবেচনায় পুঁজিবাজারের ওপর আস্থা বাড়াতে করণীয় সমস্ত বিষয়ে বিএসইসির সঙ্গে আলোচনা করা হবে।

বিজনেস আওয়ার/ ১৩ অক্টোবর / এ এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পুঁজিবাজারের যেসব বিষয়ে বিএসইসি-ডিবিএর বৈঠক সোমবার

পোস্ট হয়েছে : ০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

বিজনেস আওয়ার প্রতিবেদক: পুঁজিবাজারের বর্তমান সার্বিক পরিস্থিতি উন্নয়নে সোমবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে ব্রোকারেজ হাউজগুলোর সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সঙ্গে বৈঠক করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (১৩ অক্টোবর) ডিবিএ’র সেক্রেটারি মোঃ দিদারুল গনী অর্থসূচককে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

উক্ত বৈঠকে বিএসইসির পক্ষে চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। অন্যদিকে ডিবিএ’র সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে সংগঠনটির পর্ষদ সদস্যদের বৈঠকে উপস্থিত থাকার কথা জানিয়েছেন দিদারুল গনী।

বৈঠকের বিষয়ে বিএসইসির পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, পুঁজিবাজারের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডার ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সঙ্গে কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে সিকিউরিটিজ কমিশন ভবনের মাল্টিপারপাস হলে সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

বৈঠকের এজেন্ডা সম্পর্কে জানতে চাইলে অর্থসূচক দিদারুল গনী বলেন, নির্দিষ্ট কোন এজেন্ডা এখনো ঠিক হয় নি। তবে বৈঠকে পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। এছাড়া, যেসব দুর্বল জায়গাগুলোর জন্য বাজারের কারসাজি ও আস্থার সংকট ছিল। এখনও কেন সেসব বিষয় থেকে বেরিয়ে আসতে পারছে না, এসব বিষয়ে আলোচনা করা হবে। পাশাপাশি পুঁজিবাজার গতিশিল না হওয়ার বিভিন্ন প্রতিবন্ধকতার বিষয়ে আলোচনা করা হবে।

তিনি বলেন, বিএসইসির চলমান সংস্কার বৈঠকের অংশ এটা নয়। বিডিএ সংস্কার সংক্রান্ত বৈঠক বিএসইসির সাথে আগেই করছে। এ বৈঠকটি সম্পূর্ণ আলাদা করে হবে। বিএসইসির পক্ষ থেকে মূলত দ্বিতীয় ধাপে আমাদের সাথে বসার কথা ছিল। এর মধ্যে টাক্স ফোর্স করা হলো, আছে না অনেক পার্টিকুলার এজেন্ডা নিয়ে আমারদের একট চাওয়া ছিল। সেই অনুযায়ী আগামী বিডিএকে সময় দিয়েছে।

দিদারুল গনী আরও বলেন, বিভিন্ন সময় বাজার সংক্রান্ত যে সকল দাবি দাওয়া উঠে আসছে, প্রতিদিনই তো কিছু না কিছু চাহিদা তৈরি হয়। সব মিলিয়ে ডিবিএ’র সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে বর্তামন পরিস্থিতি বিবেচনায় পুঁজিবাজারের ওপর আস্থা বাড়াতে করণীয় সমস্ত বিষয়ে বিএসইসির সঙ্গে আলোচনা করা হবে।

বিজনেস আওয়ার/ ১৩ অক্টোবর / এ এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: