ঢাকা , সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিহারে দুর্গাপূজার প্যান্ডেলে দুষ্কৃতীদের গুলি

  • পোস্ট হয়েছে : ০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
  • 4

বিজনেস আওয়ার ডেস্ক: দুর্গাপূজার প্যান্ডেলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালাল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা। ভারতের বিহার রাজ্যের আরা জেলায় স্থানীয় সময় রবিবার সকালে এই ঘটনা ঘটেছে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পুলিশ সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, এই ঘটনায় আহত হয়েছেন চার দর্শনার্থী।

তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া প্যান্ডেল থেকে দুটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দেওয়া তথ্য অনুসারে, এ ঘটনায় আহতরা হলেন আরমান আনসারি, সুনীল কুমার যাদব, রোশন কুমার ও সিপাহী কুমার। আরমানের পিঠে, সুনীলের বাঁ হাতে, রোশনের ডান হাঁটুতে এবং সিপাহীর কোমরে গুলি লেগেছে।

এ ছাড়া প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এদিন সকালে পূজার প্যান্ডেলে স্থানীয়দের পাশাপাশি দর্শনার্থীরাও আসছিল। আচমকাই কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী দুটি মোটরসাইকেলে করে এসে প্যান্ডেলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় প্যান্ডেলের ভেতরে। দুষ্কৃতীদের ছোড়া গুলি লাগে চার দর্শনার্থীর গায়ে।

রক্তাক্ত অবস্থায় প্যান্ডেলের ভিতরে লুটিয়ে পড়েন ওই চারজন। দুষ্কৃতীরা গুলি চালিয়ে আবার বাইক নিয়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন এসে আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এদিকে কারা হামলা চালাল, কেনই বা হামলা চালাল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পূজা কমিটির সঙ্গে কথা বলে এই ঘটনার কোনো সূত্র পাওয়া যায় কি না পুলিশ তা খতিয়ে দেখছে বলে আনন্দবাজার জানিয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টাও চলছে।

বিজনেস আওয়ার/ ১৩ অক্টোবর / হাসান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিহারে দুর্গাপূজার প্যান্ডেলে দুষ্কৃতীদের গুলি

পোস্ট হয়েছে : ০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

বিজনেস আওয়ার ডেস্ক: দুর্গাপূজার প্যান্ডেলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালাল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা। ভারতের বিহার রাজ্যের আরা জেলায় স্থানীয় সময় রবিবার সকালে এই ঘটনা ঘটেছে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পুলিশ সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, এই ঘটনায় আহত হয়েছেন চার দর্শনার্থী।

তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া প্যান্ডেল থেকে দুটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দেওয়া তথ্য অনুসারে, এ ঘটনায় আহতরা হলেন আরমান আনসারি, সুনীল কুমার যাদব, রোশন কুমার ও সিপাহী কুমার। আরমানের পিঠে, সুনীলের বাঁ হাতে, রোশনের ডান হাঁটুতে এবং সিপাহীর কোমরে গুলি লেগেছে।

এ ছাড়া প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এদিন সকালে পূজার প্যান্ডেলে স্থানীয়দের পাশাপাশি দর্শনার্থীরাও আসছিল। আচমকাই কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী দুটি মোটরসাইকেলে করে এসে প্যান্ডেলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় প্যান্ডেলের ভেতরে। দুষ্কৃতীদের ছোড়া গুলি লাগে চার দর্শনার্থীর গায়ে।

রক্তাক্ত অবস্থায় প্যান্ডেলের ভিতরে লুটিয়ে পড়েন ওই চারজন। দুষ্কৃতীরা গুলি চালিয়ে আবার বাইক নিয়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন এসে আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এদিকে কারা হামলা চালাল, কেনই বা হামলা চালাল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পূজা কমিটির সঙ্গে কথা বলে এই ঘটনার কোনো সূত্র পাওয়া যায় কি না পুলিশ তা খতিয়ে দেখছে বলে আনন্দবাজার জানিয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টাও চলছে।

বিজনেস আওয়ার/ ১৩ অক্টোবর / হাসান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: