বিজনেস আওয়ার প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২১ অক্টোবর, সন্ধ্যা ৬টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
গত বছর তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১ টাকা ৩৮ পয়সা। আর তিন প্রান্তিক মিলিয়ে ইপিএস ছিল ৪ টাকা ৪৯ পয়সা। চলতি বছরের প্রথম দুই প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৯ পয়সা।
বিজনেস আওয়ার/ ১৫ অক্টোবর / এ এইচ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: