ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাবর ইস্যুতে ফখরকে শোকজ

  • পোস্ট হয়েছে : ০৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
  • 30

স্পোর্টস ডেস্ক: সাম্প্রতিক সময় পাকিস্তানের টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন বাবর আজম। তাকে আচমকা বাদ দেয়ায় হতাশ হয়ে বেশ কিছু মন্তব্য করেছেন ফখর জামান। এবার তাকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এই ব্যাটারকে পিসিবির কাছে আগামী এক সপ্তাহের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। চলমান ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টে ব্যর্থ হয়েছেন বাবর। এর আগে বাংলাদেশ সিরিজেও ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছিলেন তিনি। এ কারণেই মূলত দল থেকে বাদ দেয়া হয়েছে পাকিস্তানের অন্যতম সেরা এই ব্যাটারকে। এদিকে ফখরের চোখে বাবর পাকিস্তানের প্রধান খেলোয়াড়। পাকিস্তান ক্রিকেটের এ যাবৎকালের সেরা আবিষ্কার হিসেবে বাবরকে মূল্যায়ন করেন তিনি।

যার কারণে ইংল্যান্ডের বিপক্ষে বাকি দুই টেস্টের জন্য বাবরকে বাদ দেয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না ফখর।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ তিনি লিখেন, ‘বাবর আজমকে বাদ দেওয়ার বিষয়টি উদ্বেগজনক। ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ফর্মে না থাকলেও বিরাট কোহলিকে স্কোয়াড থেকে বাদ দেয়নি ভারত। সে সময় তার (কোহলি) গড় ছিল যথাক্রমে ১৯.৩৩, ২৮.২১ ও ২৬.৫০। যদি আমাদের প্রধান ব্যাটসম্যানকে (বাবর) দূরে সরিয়ে দেওয়ার কথা বিবেচনা করি, তাহলে এটি পুরো দলকে গভীর নেতিবাচক বার্তা পাঠাতে পারে। নিঃসন্দেহে সে (বাবর) পাকিস্তান সর্বকালের সেরা ব্যাটসম্যান। প্যানিক বোতাম এড়ানোর এখনও সময় আছে। আমাদের মূল খেলোয়াড়দের দুর্বল করার পরিবর্তে তাদের সুরক্ষার দিকে মনোনিবেশ করা উচিত।’

বিজনেস আওয়ার/ ১৫ অক্টোবর / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বাবর ইস্যুতে ফখরকে শোকজ

পোস্ট হয়েছে : ০৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

স্পোর্টস ডেস্ক: সাম্প্রতিক সময় পাকিস্তানের টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন বাবর আজম। তাকে আচমকা বাদ দেয়ায় হতাশ হয়ে বেশ কিছু মন্তব্য করেছেন ফখর জামান। এবার তাকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এই ব্যাটারকে পিসিবির কাছে আগামী এক সপ্তাহের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। চলমান ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টে ব্যর্থ হয়েছেন বাবর। এর আগে বাংলাদেশ সিরিজেও ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছিলেন তিনি। এ কারণেই মূলত দল থেকে বাদ দেয়া হয়েছে পাকিস্তানের অন্যতম সেরা এই ব্যাটারকে। এদিকে ফখরের চোখে বাবর পাকিস্তানের প্রধান খেলোয়াড়। পাকিস্তান ক্রিকেটের এ যাবৎকালের সেরা আবিষ্কার হিসেবে বাবরকে মূল্যায়ন করেন তিনি।

যার কারণে ইংল্যান্ডের বিপক্ষে বাকি দুই টেস্টের জন্য বাবরকে বাদ দেয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না ফখর।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ তিনি লিখেন, ‘বাবর আজমকে বাদ দেওয়ার বিষয়টি উদ্বেগজনক। ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ফর্মে না থাকলেও বিরাট কোহলিকে স্কোয়াড থেকে বাদ দেয়নি ভারত। সে সময় তার (কোহলি) গড় ছিল যথাক্রমে ১৯.৩৩, ২৮.২১ ও ২৬.৫০। যদি আমাদের প্রধান ব্যাটসম্যানকে (বাবর) দূরে সরিয়ে দেওয়ার কথা বিবেচনা করি, তাহলে এটি পুরো দলকে গভীর নেতিবাচক বার্তা পাঠাতে পারে। নিঃসন্দেহে সে (বাবর) পাকিস্তান সর্বকালের সেরা ব্যাটসম্যান। প্যানিক বোতাম এড়ানোর এখনও সময় আছে। আমাদের মূল খেলোয়াড়দের দুর্বল করার পরিবর্তে তাদের সুরক্ষার দিকে মনোনিবেশ করা উচিত।’

বিজনেস আওয়ার/ ১৫ অক্টোবর / রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: