ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জর্ডান-মিশর-তুরস্ক সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

  • পোস্ট হয়েছে : ১২:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • 28

বিজনেস আওয়ার ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি এবার জর্ডান, মিশর ও তুরস্ক সফরে যাচ্ছেন। গণহত্যা, নৃশংসতা ও আগ্রাসন বন্ধে কূটনৈতিক সাফল্য পেতেই তিনি আঞ্চলিক দেশগুলোতে সফর করছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

মূলত গাজায় ইসরায়েলি যুদ্ধের কারণে ইরানের শীর্ষ কূটনীতিক আঞ্চলিক সফরে গুরুত্ব দিচ্ছেন। এর আগে তিনি ইরাক, লেবান, ওমান, সিরিয়া ও সৌদি আরবে সফর করেছেন।

এদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের প্রধান কমান্ডারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারী বলেছেন, যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েলি যেকোনো ধরনের হামলার জবাব দেওয়া হবে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেসটিভিকে জাব্বারী বলেন, আমেরিকানদের জানা উচিত যে তারা যদি একদিন যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে ও ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় তবে তাদের ঘাঁটি, স্বার্থ ও জাহাজ আমাদের অস্ত্রের নাগালের মধ্যে থাকবে।

তিনি বলেন, প্রতিরোধ বাহিনী, মুসলিম বিশ্ব ও আমাদের মোকাবিলা করতে যুক্তরাষ্ট্র মোটেও প্রস্তুত নয়। এ ধরনের কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের সম্ভাবনা নেই বলেও মনে করেন তিনি।

অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৩৪৪ জনে। আহত হয়েছেন ৯৯ হাজার ১৩ জন।

সূত্র: আল-জাজিরা

বিজনেস আওয়ার/ ১৬ অক্টোবর / হাসান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

জর্ডান-মিশর-তুরস্ক সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

পোস্ট হয়েছে : ১২:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

বিজনেস আওয়ার ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি এবার জর্ডান, মিশর ও তুরস্ক সফরে যাচ্ছেন। গণহত্যা, নৃশংসতা ও আগ্রাসন বন্ধে কূটনৈতিক সাফল্য পেতেই তিনি আঞ্চলিক দেশগুলোতে সফর করছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

মূলত গাজায় ইসরায়েলি যুদ্ধের কারণে ইরানের শীর্ষ কূটনীতিক আঞ্চলিক সফরে গুরুত্ব দিচ্ছেন। এর আগে তিনি ইরাক, লেবান, ওমান, সিরিয়া ও সৌদি আরবে সফর করেছেন।

এদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের প্রধান কমান্ডারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারী বলেছেন, যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েলি যেকোনো ধরনের হামলার জবাব দেওয়া হবে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেসটিভিকে জাব্বারী বলেন, আমেরিকানদের জানা উচিত যে তারা যদি একদিন যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে ও ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় তবে তাদের ঘাঁটি, স্বার্থ ও জাহাজ আমাদের অস্ত্রের নাগালের মধ্যে থাকবে।

তিনি বলেন, প্রতিরোধ বাহিনী, মুসলিম বিশ্ব ও আমাদের মোকাবিলা করতে যুক্তরাষ্ট্র মোটেও প্রস্তুত নয়। এ ধরনের কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের সম্ভাবনা নেই বলেও মনে করেন তিনি।

অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৩৪৪ জনে। আহত হয়েছেন ৯৯ হাজার ১৩ জন।

সূত্র: আল-জাজিরা

বিজনেস আওয়ার/ ১৬ অক্টোবর / হাসান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: