ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আবারও ১ মাসের লকডাউনে ব্রিটেন

  • পোস্ট হয়েছে : ১১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
  • 63

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় দ্বিতীয় দফায় এক মাসের লকডাউনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।

শনিবার (৩১ অক্টোবর) ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়। রোববার (১ নভেম্বর) প্রথম প্রহর থেকে ব্রিটেনজুড়ে এই লকডাউন নির্দেশনা কার্যকর হয়েছে। খবর রয়টার্স।

এ ব্যাপারে বরিস জনসন বলেছেন, করোনা পরিস্থতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ব্যাপক প্রাণহানির সম্ভাবনা ঠেকাতে আমাদেরকে এখনই কঠোর পদক্ষেপ নিতে হয়েছে।

এদিকে, লকডাউন বলবৎ থাকা অবস্থায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং জরুরি নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সবকিছু বন্ধ থাকবে বলে সরকারি নির্দেশনায় জানানো হয়েছে।

অন্যদিকে, ব্রিটেনের এই নতুন লকডাউন পরিকল্পনার মধ্যে ক্রিসমাসের আয়োজন এখন শঙ্কার মুখে পড়ল বলে মন্তব্য করেছেন পর্যবেক্ষকরা।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ব্রিটেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ লাখ ১১ হাজার ৬৬০ জন এবং মৃত্যু হয়েছে ৪৬ হাজার ৫৫৫ জনের।

বিজনেস আওয়ার/০১ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আবারও ১ মাসের লকডাউনে ব্রিটেন

পোস্ট হয়েছে : ১১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় দ্বিতীয় দফায় এক মাসের লকডাউনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।

শনিবার (৩১ অক্টোবর) ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়। রোববার (১ নভেম্বর) প্রথম প্রহর থেকে ব্রিটেনজুড়ে এই লকডাউন নির্দেশনা কার্যকর হয়েছে। খবর রয়টার্স।

এ ব্যাপারে বরিস জনসন বলেছেন, করোনা পরিস্থতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ব্যাপক প্রাণহানির সম্ভাবনা ঠেকাতে আমাদেরকে এখনই কঠোর পদক্ষেপ নিতে হয়েছে।

এদিকে, লকডাউন বলবৎ থাকা অবস্থায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং জরুরি নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সবকিছু বন্ধ থাকবে বলে সরকারি নির্দেশনায় জানানো হয়েছে।

অন্যদিকে, ব্রিটেনের এই নতুন লকডাউন পরিকল্পনার মধ্যে ক্রিসমাসের আয়োজন এখন শঙ্কার মুখে পড়ল বলে মন্তব্য করেছেন পর্যবেক্ষকরা।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ব্রিটেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ লাখ ১১ হাজার ৬৬০ জন এবং মৃত্যু হয়েছে ৪৬ হাজার ৫৫৫ জনের।

বিজনেস আওয়ার/০১ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: