স্পোর্টস ডেস্ক: প্রিমিয়ার লিগে ওয়েস্ট হামের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে লিভারপুল। দলের হয়ে মোহাম্মদ সালাহ এবং ডিয়েগো জোটা গোলে গোল করেন। ম্যাচের শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়ে অল রেডরা। তবে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।
ম্যাচের ১০ মিনিটেই লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে ১-০ গোলে এগিয়ে যায় ওয়েস্ট হাম। পোসেটের ১৮ গজ দূর থেকে জোরালো শট নেন ফরমালস, আর বল জড়ায় জালে। পিছিয়ে পড়ে আক্রমণাত্মক খেলা শুরু করে অলরেডরা।
ম্যাচের ৪০ মিনিটে বল নিয়ে ডি বক্সে ঢুকে পড়েন মোহাম্মদ সালাহ, বল দখলের চেষ্টা করতে গিয়ে সালাহকে ফাউল করে বসেন ওয়েস্ট হাম ডিফেন্ডার মাসুয়াকু। সঙ্গে সঙ্গে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে গোল করে বিরতির আগে দলকে সমতায় ফেরান সালাহ।
বিরতি থেকে ফিরে আরও গোছালো ফুটবল খেলতে থাকে লিভারপুল তবে গোলের সুযোগ করতে পারছিল না। অবশেষে ম্যাচের ৭৮ মিনিটে ছয় গজের ভেতর থেকে শট নিয়ে বল জালে জড়ান চ্যাম্পিয়নদের ফরোয়ার্ড ডিয়েগো জোটা। তবে ভিএআরের মাধ্যমে রেফারি বাতিল করে দিলেন গোলটি।
খেলার শেষ ১০ মিনিট গড়ালেও ১-১ গোলে সমতা থাকে, তবে ম্যাচের ৮৫ মিনিটে আবারও বল জালে জড়ান ডিয়েগো জোটা। আর শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় তুলে নিল প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
বিজনেস আওয়ার/০১ নভেম্বর, ২০২০/এ