ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

লঙ্কান লিগে খেলবেন ইরফান পাঠান

  • পোস্ট হয়েছে : ১২:০৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
  • 57

স্পোর্টস ডেস্ক: চলতি বছরের জানুয়ারিতে পেশাদার ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ভারতের সাবেক পেস অলরাউন্ডার ইরফান পাঠান। তবে এবার সেই অবসর ভেঙে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি টুর্নামেন্ট লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) ক্রিকেটে খেলবেন।

আগামী ২১ নভেম্বর থেকে শুরু হতে চলেছে এলপিএলের প্রথম আসর। পাঁচ দলের অংশগ্রহণে ১৩ ডিসেম্বর পর্দা নামবে এই টুর্নামেন্টের। যেখানে তারকাখচিত দল ক্যান্ডি তাস্কার্সের হয়ে খেলবেন ইরফান পাঠান। সতীর্থ হিসেবে তিনি পাবেন ক্রিস গেইল, ওয়াহাব রিয়াজ, লিয়াম প্লাংকেট, কুশল পেরেরার মতো খেলোয়াড়দের।

মাত্র ৩৬ বছর বয়সেই পেশাদার ক্রিকেট থেকে অবসর নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন ইরফান। তবে দশ মাসের বেশি সময় নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারলেন না এ বাঁহাতি পেস অলরাউন্ডার। বর্তমানে আইপিএলে ধারাভাষ্যের কাজে আরব আমিরাতে অবস্থান করছেন তিনি।

ক্রিকইনফোকে ইরফান বলেছেন, আমি খেলার জন্য মুখিয়ে আছি। হ্যাঁ, আমি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছিলাম। তবে আমি এখনও বিশ্বজুড়ে ক্রিকেটে খেলতে পারব। আশা করছি এলপিএল উপভোগ্য হবে এবং মাঠের লড়াইয়ের স্বাদ আস্বাদন করতে পারব।

বিজনেস আওয়ার/০১ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

লঙ্কান লিগে খেলবেন ইরফান পাঠান

পোস্ট হয়েছে : ১২:০৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০

স্পোর্টস ডেস্ক: চলতি বছরের জানুয়ারিতে পেশাদার ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ভারতের সাবেক পেস অলরাউন্ডার ইরফান পাঠান। তবে এবার সেই অবসর ভেঙে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি টুর্নামেন্ট লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) ক্রিকেটে খেলবেন।

আগামী ২১ নভেম্বর থেকে শুরু হতে চলেছে এলপিএলের প্রথম আসর। পাঁচ দলের অংশগ্রহণে ১৩ ডিসেম্বর পর্দা নামবে এই টুর্নামেন্টের। যেখানে তারকাখচিত দল ক্যান্ডি তাস্কার্সের হয়ে খেলবেন ইরফান পাঠান। সতীর্থ হিসেবে তিনি পাবেন ক্রিস গেইল, ওয়াহাব রিয়াজ, লিয়াম প্লাংকেট, কুশল পেরেরার মতো খেলোয়াড়দের।

মাত্র ৩৬ বছর বয়সেই পেশাদার ক্রিকেট থেকে অবসর নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন ইরফান। তবে দশ মাসের বেশি সময় নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারলেন না এ বাঁহাতি পেস অলরাউন্ডার। বর্তমানে আইপিএলে ধারাভাষ্যের কাজে আরব আমিরাতে অবস্থান করছেন তিনি।

ক্রিকইনফোকে ইরফান বলেছেন, আমি খেলার জন্য মুখিয়ে আছি। হ্যাঁ, আমি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছিলাম। তবে আমি এখনও বিশ্বজুড়ে ক্রিকেটে খেলতে পারব। আশা করছি এলপিএল উপভোগ্য হবে এবং মাঠের লড়াইয়ের স্বাদ আস্বাদন করতে পারব।

বিজনেস আওয়ার/০১ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: