ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মহানবী (সা.)-কে অবমাননা, তানজিন তিশার প্রতিবাদ

  • পোস্ট হয়েছে : ০২:৫১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
  • 71

বিনোদন ডেস্ক: ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে অবমাননা করে কার্টুন প্রকাশ ও দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ইসলাম ধর্ম নিয়ে বিরূপ মন্তব্যের জেরে উত্তাল মুসলিমবিশ্ব। উদ্ভূত পরিস্থিতিতে আরব বিশ্বের দেশগুলো ফরাসি পণ্য বর্জনের ডাক দিয়েছে।

বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরাও প্রতিবাদে সরব হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাশট্যাগ বয়কট ফ্রান্স প্রোডাক্ট’ ট্রেন্ড চলছে এখন। পণ্য বয়কট না করলেও একজন মুসলিম হিসেবে মহানবী (সা.)-কে নিয়ে ইমানুয়েল ম্যাক্রোঁর বিরূপ মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তানজিন তিশা লিখেছেন, ‘আমরা যারা মুসলিম ঘরের সন্তান, মুসলমান- আমাদের বোধ হবার পর থেকেই একজন মানুষকে অনেক ভালোবাসি। তিনি হলেন আমাদের প্রিয় নবী এবং রাসূল হযরত মোহাম্মদ (সা.)।

আল্লাহ নিজে যাকে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা দিয়েছেন কেউ তার সম্মান এবং মর্যাদা একটুও ক্ষুণ্ণ করতে পারে বলে আমি বিশ্বাস করি না। আমার এই পোস্টের মাধ্যমে বিশ্বব্যাপী নবী করিম (সা.)-কে নিয়ে ব্যঙ্গ, বিদ্রুপ এবং সকলপ্রকার অপপ্রচার এবং মিথ্যাচারের প্রতিবাদ জানাই।’

তানজিন তিশার ওই পোস্টকে সাধুবাদ জানিয়েছেন তার অনেক ভক্ত। পোস্টে হু হু করে পড়ছে লাইক, হচ্ছে শেয়ার। অনেকে প্রশংসা করে মন্তব্যও করছেন।

এই পোস্ট প্রসঙ্গে তিশা বলেন, ‘আমার ধর্ম ইসলাম। হযরত মোহাম্মদ (সা.) আমাদের রাসূল। তিনি ইসলামের আলো নিয়ে সত্য প্রচারের জন্য পৃথিবীতে আসেন। সৃষ্টিকর্তা যাকে সম্মান দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন এমন মহমানবকে নিয়ে কেন ব্যঙ্গ, বিদ্রুপ হবে। নিজ নিজ বিশ্বাস থেকে প্রতিটি মানুষের অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রাখা উচিত বলে আমি মনে করি।’

বিজনেস আওয়ার/০১ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মহানবী (সা.)-কে অবমাননা, তানজিন তিশার প্রতিবাদ

পোস্ট হয়েছে : ০২:৫১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০

বিনোদন ডেস্ক: ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে অবমাননা করে কার্টুন প্রকাশ ও দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ইসলাম ধর্ম নিয়ে বিরূপ মন্তব্যের জেরে উত্তাল মুসলিমবিশ্ব। উদ্ভূত পরিস্থিতিতে আরব বিশ্বের দেশগুলো ফরাসি পণ্য বর্জনের ডাক দিয়েছে।

বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরাও প্রতিবাদে সরব হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাশট্যাগ বয়কট ফ্রান্স প্রোডাক্ট’ ট্রেন্ড চলছে এখন। পণ্য বয়কট না করলেও একজন মুসলিম হিসেবে মহানবী (সা.)-কে নিয়ে ইমানুয়েল ম্যাক্রোঁর বিরূপ মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তানজিন তিশা লিখেছেন, ‘আমরা যারা মুসলিম ঘরের সন্তান, মুসলমান- আমাদের বোধ হবার পর থেকেই একজন মানুষকে অনেক ভালোবাসি। তিনি হলেন আমাদের প্রিয় নবী এবং রাসূল হযরত মোহাম্মদ (সা.)।

আল্লাহ নিজে যাকে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা দিয়েছেন কেউ তার সম্মান এবং মর্যাদা একটুও ক্ষুণ্ণ করতে পারে বলে আমি বিশ্বাস করি না। আমার এই পোস্টের মাধ্যমে বিশ্বব্যাপী নবী করিম (সা.)-কে নিয়ে ব্যঙ্গ, বিদ্রুপ এবং সকলপ্রকার অপপ্রচার এবং মিথ্যাচারের প্রতিবাদ জানাই।’

তানজিন তিশার ওই পোস্টকে সাধুবাদ জানিয়েছেন তার অনেক ভক্ত। পোস্টে হু হু করে পড়ছে লাইক, হচ্ছে শেয়ার। অনেকে প্রশংসা করে মন্তব্যও করছেন।

এই পোস্ট প্রসঙ্গে তিশা বলেন, ‘আমার ধর্ম ইসলাম। হযরত মোহাম্মদ (সা.) আমাদের রাসূল। তিনি ইসলামের আলো নিয়ে সত্য প্রচারের জন্য পৃথিবীতে আসেন। সৃষ্টিকর্তা যাকে সম্মান দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন এমন মহমানবকে নিয়ে কেন ব্যঙ্গ, বিদ্রুপ হবে। নিজ নিজ বিশ্বাস থেকে প্রতিটি মানুষের অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রাখা উচিত বলে আমি মনে করি।’

বিজনেস আওয়ার/০১ নভেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: