ঢাকা , মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

কাতারের মরুভূমিতে খোদাই করা রহস্যময় শত শত চিহ্ন

  • পোস্ট হয়েছে : ৩ ঘন্টা আগে
  • 3

বিজনেস আওয়ার ডেস্ক: কিছু পাথর দেখলে মনে হয় সরীসৃপের মতো সূর্য স্নান করছে। কিছু দেখলে মনে হয় প্রাচীন বোর্ড গেমের মতো। আবার অনেক আছে সোজা ও আঁকাবাঁকা। তারের উত্তর পূর্বাঞ্চলের উপকূল আল জাসাসিয়া। এটি উপসাগরীয় দেশটির সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ রক আর্ট সাইট।

যেখানে মানুষেরা কয়েক শতাব্দী আগে একটি ক্যানভাস হিসেবে নিম্ন-স্তরের চুনাপাথরের আউটক্রপগুলো ব্যবহার করতো। এসব পাথরের ওপর তারা পরিবেশে লক্ষ্য করা প্রতীক, মোটিফ ও বস্তুগুলো খোদাই করতো।

প্রত্নতাত্ত্বিকরা সেখানে এ ধরনের অন্তত নয়শ পথরের সন্ধান পেয়েছেন। এগুলোর বেশিরভাগই রহস্যময় কাপ চিহ্ন, সারি ও রোসেটসহ বিভিন্ন প্যাটার্নে সাজানো। তবে পালতোলা জাহাজের নজরকাড়া উপস্থাপনা। তাছাড়া উপরে থেকে দেখা যায় এমন অন্য চিহ্নগুলোর মধ্যে রৈখিক প্রোফাইলও লক্ষ্য করা যায়।

কাতার মিউজিয়ামের খনন ও সাইট ম্যানেজমেন্টের প্রধান ফেরহান সাকাল বলেন, যদিও রক আর্ট আরব উপদ্বীপে সাধারণ বিষয়, তবে আল জাসাসিয়ার কিছু খোদাই অনন্য ও অন্য কোথাও পাওয়া যাবে না । তিনি বলেন, এই খোদাইগুলো শিল্পীদের সৃজনশীলতা ও পর্যবেক্ষণ দক্ষতার বিষয়কে প্রমাণ করে।

কাতারে প্রায় ১২টি উল্লেখযোগ্য পেট্রোগ্লিফ সাইট রয়েছে। বেশিরভাগই দেশটির উপকূল বরাবর অবস্থিত। যদিও কিছু খোদাই দোহার আল বিদ্দা পারের কেন্দ্রস্থলে দেখা যায়।

সূত্র: সিএনএন

বিজনেস আওয়ার/ ২২ অক্টোবর / হাসান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কাতারের মরুভূমিতে খোদাই করা রহস্যময় শত শত চিহ্ন

পোস্ট হয়েছে : ৩ ঘন্টা আগে

বিজনেস আওয়ার ডেস্ক: কিছু পাথর দেখলে মনে হয় সরীসৃপের মতো সূর্য স্নান করছে। কিছু দেখলে মনে হয় প্রাচীন বোর্ড গেমের মতো। আবার অনেক আছে সোজা ও আঁকাবাঁকা। তারের উত্তর পূর্বাঞ্চলের উপকূল আল জাসাসিয়া। এটি উপসাগরীয় দেশটির সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ রক আর্ট সাইট।

যেখানে মানুষেরা কয়েক শতাব্দী আগে একটি ক্যানভাস হিসেবে নিম্ন-স্তরের চুনাপাথরের আউটক্রপগুলো ব্যবহার করতো। এসব পাথরের ওপর তারা পরিবেশে লক্ষ্য করা প্রতীক, মোটিফ ও বস্তুগুলো খোদাই করতো।

প্রত্নতাত্ত্বিকরা সেখানে এ ধরনের অন্তত নয়শ পথরের সন্ধান পেয়েছেন। এগুলোর বেশিরভাগই রহস্যময় কাপ চিহ্ন, সারি ও রোসেটসহ বিভিন্ন প্যাটার্নে সাজানো। তবে পালতোলা জাহাজের নজরকাড়া উপস্থাপনা। তাছাড়া উপরে থেকে দেখা যায় এমন অন্য চিহ্নগুলোর মধ্যে রৈখিক প্রোফাইলও লক্ষ্য করা যায়।

কাতার মিউজিয়ামের খনন ও সাইট ম্যানেজমেন্টের প্রধান ফেরহান সাকাল বলেন, যদিও রক আর্ট আরব উপদ্বীপে সাধারণ বিষয়, তবে আল জাসাসিয়ার কিছু খোদাই অনন্য ও অন্য কোথাও পাওয়া যাবে না । তিনি বলেন, এই খোদাইগুলো শিল্পীদের সৃজনশীলতা ও পর্যবেক্ষণ দক্ষতার বিষয়কে প্রমাণ করে।

কাতারে প্রায় ১২টি উল্লেখযোগ্য পেট্রোগ্লিফ সাইট রয়েছে। বেশিরভাগই দেশটির উপকূল বরাবর অবস্থিত। যদিও কিছু খোদাই দোহার আল বিদ্দা পারের কেন্দ্রস্থলে দেখা যায়।

সূত্র: সিএনএন

বিজনেস আওয়ার/ ২২ অক্টোবর / হাসান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: