বিজনেস আওয়ার প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে তিন শতাধিক কোম্পানির শেয়ারদর বেড়েছে। সেই সঙ্গে গত দিনের তুলনায় টাকার অংকে বেড়েছে লেনদেনের পরিমাণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ মঙ্গলবার (২২ অক্টোবর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬৮ দশমিক ৬৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৪১ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৭ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে ১১৭৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২০ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ১৯২৪ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৮ কোটি ২২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৪৪ কোটি ৭৭ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩০৬টি কোম্পানির, বিপরীতে ৫৫ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
বিজনেস আওয়ার/ ২২ অক্টোবর / এ এইচ