ঢাকা , সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েলের হামলাকে অতিরঞ্জিত বা অবহেলা না করার আহ্বান খামেনির

  • পোস্ট হয়েছে : ০৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
  • 8

বিজনেস আওয়ার ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের হামলা নিয়ে রবিবার বলেন, এই হামলাকে ‘অতিরঞ্জিত বা অবহেলা’ করা উচিত নয়। কোনো বিশদ বিবরণ ছাড়াই খামেনি এই প্রাণঘাতী হামলাকে ‘ভুল হিসাব’ বলে বর্ণনা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে খামেনি বলেন, ‘দুই রাত আগে দখলদার ইহুদিবাদী শাসন (ইসরায়েল) যে অপকর্ম করেছে, তা অতিরিক্ত বড় করে বা হালকা করে দেখা উচিত নয়।’

ইসরায়েল শনিবার ইরানে সামরিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালায়, যা ছিল ১ অক্টোবর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ। ওই হামলার মাধ্যমে ইরান সমর্থিত প্রতিরোধ যোদ্ধাদের নেতা ও রেভল্যুশনারি গার্ডের এক কর্মকর্তার হত্যার প্রতিক্রিয়া জানিয়েছিল। ইসরায়েলের হামলায় ইরানের কমপক্ষে চার সেনা নিহত হয়েছেন। পাশাপাশি কিছু রাডার সিস্টেমে ‘সীমিত ক্ষতি’ হয়েছে বলেও তেহরান জানিয়েছে।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী তেহরানকে সতর্ক করে দিয়েছে, কোনো প্রতিক্রিয়ার ক্ষেত্রে আরো ব্যবস্থা নেওয়া হবে।অন্যদিকে ইরানি কর্মকর্তারা ও গণমাধ্যম ইসরায়েলের হামলাকে হালকা করে দেখিয়েছে, যেখানে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা তুলে ধরা হলেও সরাসরি পাল্টাহামলার কোনো ঘোষণা দেওয়া হয়নি।

এ ছাড়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিহত সেনাদের শ্রদ্ধা জানিয়ে বলেছেন, তারা ‘নির্ভয়ে মাতৃভূমি রক্ষায়’ তাদের সর্বোচ্চ উৎসর্গ করেছেন।

সূত্র : এএফপি

বিজনেস আওয়ার/ ২৭ অক্টোবর/ হাসান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ইসরায়েলের হামলাকে অতিরঞ্জিত বা অবহেলা না করার আহ্বান খামেনির

পোস্ট হয়েছে : ০৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

বিজনেস আওয়ার ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের হামলা নিয়ে রবিবার বলেন, এই হামলাকে ‘অতিরঞ্জিত বা অবহেলা’ করা উচিত নয়। কোনো বিশদ বিবরণ ছাড়াই খামেনি এই প্রাণঘাতী হামলাকে ‘ভুল হিসাব’ বলে বর্ণনা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে খামেনি বলেন, ‘দুই রাত আগে দখলদার ইহুদিবাদী শাসন (ইসরায়েল) যে অপকর্ম করেছে, তা অতিরিক্ত বড় করে বা হালকা করে দেখা উচিত নয়।’

ইসরায়েল শনিবার ইরানে সামরিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালায়, যা ছিল ১ অক্টোবর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ। ওই হামলার মাধ্যমে ইরান সমর্থিত প্রতিরোধ যোদ্ধাদের নেতা ও রেভল্যুশনারি গার্ডের এক কর্মকর্তার হত্যার প্রতিক্রিয়া জানিয়েছিল। ইসরায়েলের হামলায় ইরানের কমপক্ষে চার সেনা নিহত হয়েছেন। পাশাপাশি কিছু রাডার সিস্টেমে ‘সীমিত ক্ষতি’ হয়েছে বলেও তেহরান জানিয়েছে।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী তেহরানকে সতর্ক করে দিয়েছে, কোনো প্রতিক্রিয়ার ক্ষেত্রে আরো ব্যবস্থা নেওয়া হবে।অন্যদিকে ইরানি কর্মকর্তারা ও গণমাধ্যম ইসরায়েলের হামলাকে হালকা করে দেখিয়েছে, যেখানে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা তুলে ধরা হলেও সরাসরি পাল্টাহামলার কোনো ঘোষণা দেওয়া হয়নি।

এ ছাড়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিহত সেনাদের শ্রদ্ধা জানিয়ে বলেছেন, তারা ‘নির্ভয়ে মাতৃভূমি রক্ষায়’ তাদের সর্বোচ্চ উৎসর্গ করেছেন।

সূত্র : এএফপি

বিজনেস আওয়ার/ ২৭ অক্টোবর/ হাসান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: