বিজনেস আওয়ার প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) শৃঙ্খলা ফেরাতে ব্যাংকটিতে প্রবেশনারি সময়কালে থাকা ৫৮৯ জনকে চাকরিচ্যুত করেছে।
ব্যাংকটির সূত্রে জানা গেছে, নিয়োগ বিজ্ঞপ্তি, প্রতিযোগিতামূলক পরীক্ষা ও সনদপত্র যাচাই-বাছাই ছাড়াই চট্টগ্রামের পটিয়ার এসব বাসিন্দাকে চলতি বছর ব্যাংকটিতে নিয়োগ দেওয়া হয়।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এ ৫৮৯ জনকে চাকুরিচ্যুত করে প্রত্যেককে আলাদাভাবে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।
জানা গেছে, এসআইবিএলের মোট জনবল ৪ হাজার ৭৫০ জন। এর মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই নিয়োগ দেওয়া হয়েছে ২ হাজার জনকে। ২০১৭ সালে এস আলম গ্রুপ ব্যাংকটি দখলে নেওয়ার পর এসব নিয়োগ দেওয়া হয়। যাদের বেশির ভাগ চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা।
অভিযোগ রয়েছে, এস আলমের বাড়ির সামনে রাখা চাকরির বক্সে সিভি জমা দিয়ে তারা চাকরি পেয়েছেন। ব্যাংকটিতে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে এভাবে নিয়োগ পাওয়া অন্যদের বিষয়েও দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এসআইবিএলের পদস্থ এক কর্মকর্তা জানান, ন্যূনতম যোগ্যতা ও যাচাই-বাছাই ছাড়াই অপ্রয়োজনীয় ব্যাংকটিতে অনেক নিয়োগ দেওয়া হয়েছে। পরিস্থিতি এমন যে, অনেক শাখায় এখন বসার জায়গা পর্যন্ত পাওয়া যাচ্ছে না। নানাভাবে তারা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছে।
আর্থিক এ প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফেরাতে নিয়োগ বিজ্ঞপ্তির ১০ নম্বর শর্তের আলোকে তাদের ছাঁটাই করা হয়েছে। এর মাধ্যমে ব্যাংকটির ব্যয় সংকোচন হবে এবং ব্যাংক খুব দ্রুত কাংখিত স্বাভাবিক অবস্থানে ফিরে আসবে।
বিজনেস আওয়ার/ ৩১ অক্টোবর/ এন এস