ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ওয়ালটন-বিপিজেএ ক্রীড়া উৎসব শুরু

  • পোস্ট হয়েছে : ০২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
  • 21

বিজনেস আওয়ার প্রতিবেদক: শুরু হয়েছে ‘ওয়ালটন-বিপিজেএ ক্রীড়া উৎসব-২০২৪’। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) থেকে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ফটোজার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) আয়োজনে শুরু হয়েছে উৎসবটি।

এ উপলক্ষে আজই অ্যাসোসিয়েশনের নিজস্ব মিলনায়তনে একটি সংবাদ সম্মেলনও অনুষ্ঠিত হয়। সেখানে বিপিজেএ’র সভাপতি ইন্দ্রজিৎ কুমার ঘোষের সভাপতিত্বে ক্রীড়া উৎসবের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজি বোরহান উদ্দিন।

এরপর দাবা খেলার মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। সেখানে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটনের এডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন।

বিপিজেএ’র ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম খোকন সিকদারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক আব্দুল আজিজ ফারুকী, ক্রীড়া উদযাপন আহবায়ক উপকমিটির সদস্য হাবিবুর রহমান, হারুনর রশীদ রুবেলসহ সংগঠনের সদস্যরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের আয়োজনে পুরুষ সদস্যদের জন্য ৫টি ইভেন্ট রয়েছে। সেগুলো হলো- দাবা, শ্যুটিং, ক্যারাম (একক), ম্যারাথন ও টেনিস বল নিক্ষেপ। নারী সদস্যদের জন্য রয়েছে একটি ইভেন্ট এবং সেটি হলো লুডু খেলা। সংবাদ সম্মেলনে আরও জানানো হয় প্রতি বছরের মতো এবারও বর্ষসেরা পুরুষ ও নারী ক্রীড়াবিদকে পুরস্কার প্রদান করা হবে।

বিজনেস আওয়ার/ ৩১ অক্টোবর/ রহমান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ওয়ালটন-বিপিজেএ ক্রীড়া উৎসব শুরু

পোস্ট হয়েছে : ০২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪

বিজনেস আওয়ার প্রতিবেদক: শুরু হয়েছে ‘ওয়ালটন-বিপিজেএ ক্রীড়া উৎসব-২০২৪’। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) থেকে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ফটোজার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) আয়োজনে শুরু হয়েছে উৎসবটি।

এ উপলক্ষে আজই অ্যাসোসিয়েশনের নিজস্ব মিলনায়তনে একটি সংবাদ সম্মেলনও অনুষ্ঠিত হয়। সেখানে বিপিজেএ’র সভাপতি ইন্দ্রজিৎ কুমার ঘোষের সভাপতিত্বে ক্রীড়া উৎসবের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজি বোরহান উদ্দিন।

এরপর দাবা খেলার মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। সেখানে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটনের এডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন।

বিপিজেএ’র ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম খোকন সিকদারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক আব্দুল আজিজ ফারুকী, ক্রীড়া উদযাপন আহবায়ক উপকমিটির সদস্য হাবিবুর রহমান, হারুনর রশীদ রুবেলসহ সংগঠনের সদস্যরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের আয়োজনে পুরুষ সদস্যদের জন্য ৫টি ইভেন্ট রয়েছে। সেগুলো হলো- দাবা, শ্যুটিং, ক্যারাম (একক), ম্যারাথন ও টেনিস বল নিক্ষেপ। নারী সদস্যদের জন্য রয়েছে একটি ইভেন্ট এবং সেটি হলো লুডু খেলা। সংবাদ সম্মেলনে আরও জানানো হয় প্রতি বছরের মতো এবারও বর্ষসেরা পুরুষ ও নারী ক্রীড়াবিদকে পুরস্কার প্রদান করা হবে।

বিজনেস আওয়ার/ ৩১ অক্টোবর/ রহমান

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: