বিনোদন ডেস্ক: ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত আমির খানের ‘লাল সিং চাড্ডা’ সিনেমাটি ঘিরে বড্ড তিক্ত অভিজ্ঞতা রয়েছে অভিনেতার। বলিউডের মিস্টার পারফেকশনিষ্ট খ্যাত আমির খান ‘লাল সিং চাড্ডা’ নিয়ে স্বপ্ন দেখেছিলেন অনেক। কারণ এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র ‘ফরেস্ট গাম্প’-এর অফিসিয়াল রিমেক ছিল। প্রচণ্ড পরিশ্রম আর মনোযোগ সহকারে ‘লাল সিং চাড্ডা’ নির্মাণ করেছিলেন আমির।
তবে প্রেক্ষাগৃহে সিনেমাটির ভরাডুবি আমিরের মন ভেঙে দেয়। এরপর চলচ্চিত্র থেকেই বিরতি নিয়ে নেন এই অভিনেতা। অনেকের মতে, দুর্বল চিত্রনাট্য ও অভিনয়ের কারণে দর্শক-সমালোচকের মন জয় করতে পারেনি সিনেমাটি। বক্স অফিস থেকেও তুলতে পারেনি লগ্নিকৃত অর্থ।
এমনকি ‘লাল সিং চাড্ডা’র চরিত্রে আমিরকে দেখেও রীতিমতো হাসাহাসি করেছে দর্শক। তবে মুল সিনেমাটি যার, হলিউডের বিখ্যাত অভিনেতা টম হ্যাঙ্কস এবার প্রশংসায় ভাসালেন আমিরকে। দুই বছর পর এ সিনেমার প্রশংসায় পঞ্চমুখ হলেন অস্কারজয়ী অভিনেতা টম হ্যাঙ্কস। সম্প্রতি জুমের সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি সিনেমাটি দেখেছি।
অসাধারণ। সিনেমার ওপর কিভাবে সিনেমা বিস্তৃত হয়, এটা তার নজির। শুধু নির্মাতা বা সংস্কৃতির পার্থক্য নয়, সিনেমার মধ্যকার পার্থক্য এবং সামঞ্জস্যগুলোও দেখুন। আমি মনে করি, নানাভাবে তারাও (বলিউড) জীবনের একই বন্দনা করে যাচ্ছে, তবে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে। সুতরাং এটাকে উদযাপন করা উচিত।‘লাল সিং চাড্ডা’ দেখা আমার জন্য গৌরবময় অভিজ্ঞতা।”‘ফরেস্ট গাম্প’-এ নাম ভূমিকায় অভিনয় করে অস্কারে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন টম হ্যাঙ্কস। হলিউড বক্স অফিস রিপোর্ট অনুসারে, ১৯৯৪ সালে সিনেমাটি ৬৭৮ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছিল। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৫ হাজার ৭০০ কোটির বেশি আয় করেছিল ফরেস্ট গাম্প।
বিজনেস আওয়ার/ ০২ নভেম্বর/ রানা