স্পোর্টস ডেস্ক: এবারের ব্যালন ডি’অর নিয়ে বিতর্কের শেষ নেই। ভিনিসিয়ুস জুনিয়রের পরিবর্তে পুরস্কারটা দেয়া হয় স্পেন মিডফিল্ডার রদ্রিকে। যে কারণে ভিনিসিয়ুস জুনিয়র এবং রিয়াল মাদ্রিদ ব্যালন ডি’অর পুরস্কারের অনুষ্ঠান বয়কট করে। মাদ্রিদের খেলোয়াড় এবং কর্মকর্তারা মন্তব্য করেছেন, ভিনিসিয়ুসের সঙ্গে অন্যায়, অবিচার করা হয়েছে। ভিনি নিজে বলেছেন, বর্ণবাদের বিপক্ষে লড়াইয়ের কারণে তাকে বঞ্চিত করা হয়েছে।
এবার ব্যালন ডি’অর বিতর্কে মুখ খুললেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। তিনি সরাসরি দাবি করেন, এবারের ব্যালন ডি’অর জেতা উচিৎ ছিল ভিনিসিয়ুস জুনিয়রেরই। কিন্তু তাকে না দিয়ে পুরস্কারটা রদ্রিকে দেয়া হলো পুরোপুরি একটি অবিচার। ৬২ বছর বয়সী এই ফুটবল কোচ শুক্রবার রাতে বিশ্বকাপ বাছাই উপলক্ষ্যে ব্রাজিল দল ঘোষণার সময় সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন। তিনি তখন বলেন, অবশ্যই আমি রদ্রিকে এবং তার অর্জনকে সম্মান করি। কিন্তু তার ব্যালন ডি’অর জয় একটি অস্বস্তিকর পরিস্থিতির জন্ম দিয়েছে।
দরিভাল জুনিয়র বলেন, ‘এটা আমার ব্যক্তিগত মতামত যে, ব্যালন ডি’অর ইস্যুটা একটা অস্বস্তিকর পরিবেশের জন্ম দিয়েছে। বিশেষ করে এটা যখন একটি ব্যক্তিগত পুরস্কারের বিষয়। এটা কে জিতলো, তার বিপক্ষে নয়। আমি বিপরীতটা ভাবতে চাই। এটা এমন একটি পুরস্কার, যা এবার একজন স্প্যানিশ খেলোয়াড়কে কিংবদন্তির খেতাব এনে দিয়েছে।’
‘তবে ভিনিসিয়ুস, যিনি তার নিজের ক্ষেত্রে দুর্দান্ত কাজ করে গেছেন, পারফরম্যান্স দেখিয়েছেন। তারই এ পুরস্কারটা জেতা উচিৎ ছিল।’
বিজনেস আওয়ার/ ০২ নভেম্বর/ রানা