ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা

  • পোস্ট হয়েছে : ০৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • 21

স্পোর্টস ডেস্ক: হংকং সুপার সিক্সেস টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ টুর্নামেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনালে মোহাম্মদ সাইফুদ্দিনের অলরাউন্ড নৈপুণ্যে বৃষ্টি আইনে ১৮ জিতেছে বাংলাদেশ।

আরব আমিরাতের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে বাংলাদেশকে ৫৯ রান এনে দেন দুই জিশান আলম ও আব্দুল্লাহ আল মামুন। ১১ বলে ৩১ রান করেন আব্দুল্লাহ।

তিনে ব্যাট করতে নেমে ১টি চার ও ৫টি ছক্কায় মাত্র ৯ বলে অপরাজিত ৩৬ রান করেন সাইফুদ্দিন। ১৭ বলে অপরাজিত ৩৪ রান করেন জিশান। শেষ পর্যন্ত উইকেটে ১১১ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ১১২ রানের টার্গেটে খেলতে নেমে সাইফুদ্দিনের প্রথম ওভারেই ২ উইকেট হারায় আরব আমিরাত।

তৃতীয় ওভারে আব্দুল্লাহর প্রথম চার ডেলিভারিতে চার ছক্কা মারেন আরব আমিরাতের সঞ্চিত শর্মা। তবে পঞ্চম বলে আউট হন ৬ বলে ২৫ রান করা শর্মা। ৩.২ ওভার শেষে ৩ উইকেটে ৪৩ রান তোলার পর আলোক স্বল্পতায় ম্যাচটি আর মাঠে গড়াতে পারেনি। পরবর্তীতে বৃষ্টি আইনে জয় তুলে নিয়ে সেমির টিকিট নিশ্চিত করে বাংলাদেশ।

আগামীকাল সেমিফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে লঙ্কানদের কাছে ১৮ রানে হেরেছিল ইয়াসির আলী রাব্বির দল। টুর্নামেন্টের অন্য সেমিফাইনালে লড়বে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। একই দিন ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।

বিজনেস আওয়ার/ ০২ নভেম্বর/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা

পোস্ট হয়েছে : ০৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪

স্পোর্টস ডেস্ক: হংকং সুপার সিক্সেস টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ টুর্নামেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনালে মোহাম্মদ সাইফুদ্দিনের অলরাউন্ড নৈপুণ্যে বৃষ্টি আইনে ১৮ জিতেছে বাংলাদেশ।

আরব আমিরাতের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে বাংলাদেশকে ৫৯ রান এনে দেন দুই জিশান আলম ও আব্দুল্লাহ আল মামুন। ১১ বলে ৩১ রান করেন আব্দুল্লাহ।

তিনে ব্যাট করতে নেমে ১টি চার ও ৫টি ছক্কায় মাত্র ৯ বলে অপরাজিত ৩৬ রান করেন সাইফুদ্দিন। ১৭ বলে অপরাজিত ৩৪ রান করেন জিশান। শেষ পর্যন্ত উইকেটে ১১১ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ১১২ রানের টার্গেটে খেলতে নেমে সাইফুদ্দিনের প্রথম ওভারেই ২ উইকেট হারায় আরব আমিরাত।

তৃতীয় ওভারে আব্দুল্লাহর প্রথম চার ডেলিভারিতে চার ছক্কা মারেন আরব আমিরাতের সঞ্চিত শর্মা। তবে পঞ্চম বলে আউট হন ৬ বলে ২৫ রান করা শর্মা। ৩.২ ওভার শেষে ৩ উইকেটে ৪৩ রান তোলার পর আলোক স্বল্পতায় ম্যাচটি আর মাঠে গড়াতে পারেনি। পরবর্তীতে বৃষ্টি আইনে জয় তুলে নিয়ে সেমির টিকিট নিশ্চিত করে বাংলাদেশ।

আগামীকাল সেমিফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে লঙ্কানদের কাছে ১৮ রানে হেরেছিল ইয়াসির আলী রাব্বির দল। টুর্নামেন্টের অন্য সেমিফাইনালে লড়বে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। একই দিন ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।

বিজনেস আওয়ার/ ০২ নভেম্বর/ রানা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: