বিজনেস আওয়ার প্রতিবেদক: শেয়ারবাজারে পতন থামাতে নুতন বিনিয়োগের ওপর জাতীয় রাজস্ব বোর্ডের কর আরোপের বিধান প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতি।
সংগঠনটির সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী শাহ্ মো. খসরুজ্জামান সুপ্রিমকোর্টে সংবাদ সম্মেলনে এ দাবি জানান। প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতি হচ্ছে দেশের সব বার অ্যাসোসিয়েশনগুলোর নির্দলীয় ফেডারেশন। শাহ মো. খসরুজ্জামান বলেন, শেয়ার বাজারের দীর্ঘ দিনের সংকট সমাধানে বিক্রেতার চেয়ে ক্রেতার সংখ্যা বৃদ্ধি করার দিকে সরকারকে নজর দিতে হবে।
তিনি বলেন, বিনিয়োগকারীদের ট্যাক্স ফাইলে দেখানো অর্থের চেয়ে অতিরিক্ত অর্থ (মূলধন) শেয়ারবাজারে বিনিয়োগ করলে ওই অর্থের ওপর কর আরোপে জাতীয় রাজস্ব বোর্ডের বিধান চলতি অর্থ বছরের জন্য প্রত্যাহার করতে হবে।
সুপ্রীমকোর্টের জ্যেষ্ঠ এ আইনজীবী বলেন, বিনিয়োগকারীদের এ নতুন সুযোগ দিলে ব্যবসায়ীদের মধ্যে শেয়ারবাজারে বিনিয়োগের বিরাট সাড়া পড়বে। ফলে বিদেশে পাচারকৃত এবং দেশের অলস অর্থ বিনা করে বিনিয়োগের সুযোগ দিলে শেয়ার বাজারের ধস থামানো সম্ভব হবে এবং মুদ্রা বাজারে অর্থের সরবরাহ বাড়লে অর্থনীতিও চাঙা হবে।
বিজনেস আওয়ার/ ০৩ নভেম্বর/ এ এইচ