স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠ তুরিনে বার্সেলোনার বিপক্ষে হেরেছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। তার আগে সিরি’আ লিগেও পয়েন্ট খুইয়েছে রোনালদোবিহীন জুভেন্টাস। দলে ক্রিস্টিয়ানো রোনালদোর না থাকার প্রভাব কতটুকু তা হাতেনাতে প্রমাণ পেয়েছে।
অবশেষে করোনা জয় করে মাঠে ফিরে এসেছেন সিআর সেভেন। তাই জয়ের জন্য কপালে দুশ্চিন্তার ভাঁজ আঁকতে হয়নি কোচ আন্দ্রে পিরলোকে। মাঠে নেমেই জোড়া গোল করে প্রতিপক্ষের মাঠে জুভদের দাপুটে জয় জয় এনে দিলেন রোনালদো। স্পেজিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছে তুরিনের বুড়িরা।
ফেরার ম্যাচে মূল একাদশে ছিলেন না সিআর সেভেন। তবে ম্যাচের ৫৬তম মিনিটে পাওলো দিবালার বদলি হিসেবে মাঠে নামেন তিনি। আর তার তিন মিনিট পরেই গোল করেন রোনালদো। তার আগে ম্যাচের ১৪তম মিনিটে জুভদের এগিয়ে দেন আলভারো মোরাতা।
তবে সেই ব্যবধান তারা ধরে রাখতে পারেনি বেশিক্ষণ। ৩২তম মিনিটে তোমাসো পাবেগার গোলে সমতায় ফেরে স্পেজিয়া।তবে দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠে জুভেন্টাস। রোনালদোর গোলের পর দলের হয়ে ৬৭তম মিনিটে তৃতীয় গোল করেন আদ্রিয়ান র্যাবিয়ট।
এরপর ৭৬তম মিনিটে পেনাল্টি কিক থেকে দলের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। এই জয়ে ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সিরি’আ লিগের চলতি মৌসুমের তালিকায় দ্বিতীয় স্থানে ওঠে এসেছে জুভেন্টাস।
বিজনেস আওয়ার/০২ নভেম্বর, ২০২০/এ